কামিন্সের চোট! ফের একবার অধিনায়ক হিসেবে ফিরছেন স্টিভ স্মিথ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর ফের একবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কত্বর দায়িত্ব থাকবে তারকা অজি ক্রিকেটার স্টিভ স্মিথের কাঁধে। চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্স বাদ পড়েছেন। তাই তার জায়গায় স্কট বোল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। কামিন্স উরুর চোটে ভুগছেন এবং পার্থে প্রথম টেস্টের শেষ দুই দিনে বল করতে পারেননি।

কিন্তু তাতে অবশ্য অজিদের জিততে অসুবিধা হয়নি। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ১৬৪ রানে জয় পেয়েছিল। কামিন্স বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে আরম্ভ হতে চলা পিঙ্ক বল টেস্টের জন্য ফিট হয়ে উঠতে পারেননি। দ্বিতীয় টেস্টটি ডে অ্যান্ড নাইট টেস্ট এবং সিরিজের শেষ ম্যাচ। কামিন্সকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড

অস্ট্রেলিয়া তাদের এই গ্রীষ্মকালে মোট পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। এইমুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলেও তারা ভালো জায়গায় রয়েছেন।

বাদ পড়ার প্রসঙ্গে কামিন্স বলেছেন, “এই সিদ্ধান্তটি অবশ্যই গত কয়েকদিন ধরে চিন্তা করে নেওয়া হয়েছে। গোটা ব্যাপারটাই প্রক্রিয়ার একটি অংশ। আমি সত্যিই একটা চোটের জন্য গোটা মরশুমটা মাঠের বাইরে থাকতে চাই না। দল আমাকে ছাড়াও জেতার ক্ষমতা রাখে।

স্টিভ স্মিথ এইমুহূর্তে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওডিআই ফরম্যাটে তিনি অনেকদিন বাদে ছন্দ খুঁজে পেয়েছেন এবং এই মুহূর্তে টেস্ট ফর্ম এটা তো তিনি বিশ্বের সেরা ক্রিকেটার এটা মানতে কারণ অসুবিধা নেই। সিরিজের প্রথম ম্যাচটিতে একটি দ্বিশতরন করার পাশাপাশি দুই ইনিংস মিলে অপরাজিতা ছিলেন স্মিথ। এবার অধিনায়কত্বের দায়িত্ব সামলে ফের একবার একই রকম ছন্দে ব্যাটিং করতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।


Reetabrata Deb

সম্পর্কিত খবর