অদ্ভুত কান্ড: শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার দিনহাটায়, কিন্তু কীভাবে তদন্তে পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ একটি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার দিনহাটায় মহকুমায়। বুধবার সকালে দিনহাটা 1 নম্বর ওয়ার্ডে ভারত সেবাশ্রম আশ্রমের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina )ছবি নিয়ে একটি পোস্টার দেখে এলাকাবাসী।

সূত্রের খবর, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্তমান দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ছায়াসঙ্গী জয় ঘোষের কাউন্সিলরের কার্যালয় লাগানো ছিল পোস্টারটি। তাতে লেখা ছিল “মায়ের ভাষা কাকে বলে শিখিয়ে দিল শেখ হাসিনা, সরকারি ত্রাণ নিতে কেউ লজ্জা পাবেন না। এটা ভিক্ষা নয় জনগণের টাকায় রাষ্ট্রীয় শস্য ভান্ডার আপনার অধিকার….”কোন বিতর্কিত শব্দের ব্যবহার না হলেও শেখ হাসিনার ছবি থাকাতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। ছবিতে কোন নাম নেই কোথা থেকে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জয় ঘোষ। পুলিশ তদন্ত করলে বিষয়টি জানা যাবে। জেলা কমিটির সদস্য বলেন, এর আগেও শুনেছি, পুলিশ তদন্ত করুক জানা যাবে আসল সত্যটা।

সম্পর্কিত খবর

X