অক্ষয় ও জনকে পিছনে ফেলল শ্রদ্ধা, বক্স অফিসে সুপারহিট স্ত্রী ২

বর্তমানে বলিউডের তিনটি চলচ্চিত্র একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী ২’ (Stree 2), অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ এবং জন আব্রাহামের ‘ভেদা’। যেখানে ‘স্ত্রী ২’ (Stree 2) মাত্র দুই দিনে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে এবং ২০২৪ সালের সবচেয়ে বড় হিন্দি চলচ্চিত্রে পরিণত হয়েছে। সেখানে ‘খেল খেল মে’ এবং ভেদা-এর মধ্যে কঠিন প্রতিযোগিতা রয়েছে। দুটি ছবিই আয়ের দিক থেকে পিছিয়ে রয়েছে। ভেদা নিয়ে কথা বলতে গেলে, জন আব্রাহামের এই ছবিটির শুরুটা ভালো হলেও দ্বিতীয় দিনে কমে গিয়েছে ছবিটির আয়।

এই ছবির সাফল্যের পর, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর তাঁদের হরর-কমেডি ‘স্ত্রী ২’ নিয়ে এসেছেন। অমর কৌশিক পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। ছবিটি ভাল আয় করেছে। এই ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ৯০.৩০ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে এটিকে ‘সুপারহিট’ তকমাও দেওয়া হয়েছে।

Stree 2

‘স্ত্রী ২’ (Stree 2) মাত্র দুই দিনে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে

অক্ষয় কুমারের ছবিটি মুক্তির প্রথম দিনেই ৫.৫ কোটি রুপি সংগ্রহ করেছে। কিন্তু দ্বিতীয় দিনে উল্লেখযোগ্যভাবে কমেছে ছবিটির আয়। এরই মধ্যে ‘খেল খেল মে’-এর আয়ের প্রাথমিক পরিসংখ্যানও এসেছে। রিপোর্ট অনুসারে, ‘খেল খেল মে’ মুক্তির দ্বিতীয় দিনে ১.৯০ কোটি টাকা সংগ্রহ করেছে। এই নিয়ে দুই দিনে ‘খেল খেল মে’-এর মোট ব্যবসা এখন ৬.৯৫ কোটি টাকা হয়েছে। ‘খেল খেল মে’ দুই দিনেও ১০ কোটি রুপি আয় করতে পারেনি। ‘খেল খেল মে’ বক্স অফিসে। মুক্তির দুই দিনেও ১০ কোটি রুপি আয় করতে পারেনি ছবিটি। এটা উল্লেখযোগ্য যে এই ছবিটি থেকে অক্ষয় কুমারের অনেক প্রত্যাশা রয়েছে, আসলে অভিনেতার আগের অনেক ছবি গুলি ব্যাক টু ব্যাক ফ্লপ হয়েছে। এ বছর অক্ষয়ের বডে মিয়া ছোটে মিয়া এবং সরফিরাও বক্স অফিসে ব্যর্থ হয়।

রিপোর্ট অনুসারে, ভেদা মুক্তির দ্বিতীয় দিনে ১.৬০ কোটি রুপি সংগ্রহ করেছে। এই নিয়ে দুই দিনে এই ছবিটির মোট আয় এখন হয়ে দাঁড়িয়েছে ৭.৯০ কোটি রুপি। জন আব্রাহামের এই ছবিটি তালিকায় ছবিটি নম্বরে রয়েছে। তালিকায় প্রথম স্ত্রী ২। আর তালিকায় সর্বশেষ অক্ষয় কুমারের খেল খেল মে ছবিটি।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর