রাজ ব‍্যস্ত প্রচারে, মা হওয়ার পর প্রথম দোল স্বামীকে ছাড়াই পালন করলেন শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly)। রাজ (raj chakraborty) শুভশ্রীর পরিবারে এসেছে নতুন সদস‍্য। তাঁদের নয়নের মণি, ছোট্ট রাজপুত্র ইউভান (yuvaan)। ইতিমধ‍্যেই ছয় মাসের ‘হাফ বার্থডে’ হয়ে গিয়েছে ইউভানের। আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী।

কিন্তু বাদ সাধল একুশের বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন রাজ চক্রবর্তী। ব‍্যারাকপুর থেকে ভোটে লড়ছেন তিনি। প্রতিদিনই নিয়ম করে প্রচারে বেরোচ্ছেন রাজ। বাদ যায়নি দোলের দিনও। আর সেই কারণেই এবার আর শুভশ্রীর সঙ্গে দোল খেলতে পারেননি রাজ।


বলা বাহুল‍্য, ইউভানের জন্মের পর এটাই রাজ শুভশ্রীর প্রথম দোল। কিন্তু এই বিশেষ দিনে স্বামীকে কাছে না পেয়ে স্বাভাবিক ভাবেই একটু মন খারাপ অভিনেত্রীর। তাই বাধ‍্য হয়ে পুরনো ছবি শেয়ার করেই দোলের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী।

https://www.instagram.com/p/CM9PQdMAoRv/?igshid=4zr0eisu5ewo

রাজের সঙ্গে দোল খেলার একটি পুরনো ছবি শেয়ার করেছেন শুভশ্রী। ছবিতে দেখা যাচ্ছে রঙ মেখে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন রাজ শুভশ্রী। স্ত্রীর গালে আদরের চুম্বন এঁকে দিতেও দেখা যাচ্ছে পরিচালককে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, রাজকে খুব মিস করছেন। পাশাপাশি তাঁদের দুজনের তরফ থেকে দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি সকলকে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ছয় মাস পূর্ণ হয়েছে ইউভানের। সেই মায়ের সঙ্গে কেক কেটে জন্মদিনও পালন করতে দেখা গিয়েছে ইউভানকে। ছয় মাসের জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল একটি অর্ধেক কেক। ইতিমধ‍্যেই অন্নপ্রাশনও হয়ে গিয়েছে ছোট্ট ইউভানের।

এবার নিজে নিজেই হামাগুড়ি দিতে শিখছে ইউভান। আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে তাকে। আবার কখনো খেলনা নিয়ে বসে খেলতে দেখা যাচ্ছে ইউভানকে। এই মিষ্টি মুহূর্তগুলো ক‍্যামেরাবন্দি করে শেয়ার করেছেন শুভশ্রী। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।

তবে ছেলের এই বিশেষ মুহূর্তগুলোতে এখন তার কাছে নেই বাবা রাজ চক্রবর্তী। নির্বাচনী প্রচারে ব‍্যস্ত রাজ। ব‍্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। প্রচারের সুবিধার জন‍্য তাই ওখানেই ঘাঁটি গেঁড়েছেন রাজ। ইউভানের সঙ্গে রাজের কিছু ছবি শেয়ার করে তাঁকে মিস করার কথা জানিয়েছেন শুভশ্রী।

X