দাদা ইউভানের সঙ্গে মিল! রাজ-শুভশ্রীর কন্যার নামের অর্থ জানলে অবাক হবেন আপনিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। টলিপাড়ার (Tollywood) হট কাপল রাজ-শুভশ্রীর (Subhashree Ganguly) বাড়িতে এল নতুন অতিথি। আজ ৩০ নভেম্বর সকালেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটার (অধুনা এক্স)-এ এই সুখবর জানিয়েছেন পরিচালক রাজ। লক্ষ্মীবারেই রাজশ্রীর বাড়িতে এল নতুন অতিথি। তবে প্রশ্ন হল, শুভশ্রীর মনের ইচ্ছা কি পূর্ণ হল?

মা হলেন শুভশ্রী

এইদিন সকালে স্ত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেন রাজ (Raj Chakraborty)। ইনস্টাগ্রামে চোখ রাখতেই দেখা গিয়েছিল রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুলেছেন স্বামী সোহাগি শুভশ্রী। দুজনেরই আঙুলের নির্দেশ ছিল শুভশ্রীর বেবি বাম্পের দিকে। তখনই সবাই বুঝে গেছিল যে, খুশির খবর আজকেই আসতে চলেছে। আর সেটাই হল। বেলা গড়াতেই সুখবর দিলেন বাবা রাজ।

রাজপরিবারে রাজকন্যা 

এইদিন রাজ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের বাড়িতে ছোট ভালোবাসা ও আনন্দের আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ চাই।’ পরিচালকের পোস্ট থেকেই পরিস্কার যে শুভশ্রীর ইচ্ছা পূরণ হয়েছে। রাজশ্রীর কোলে এসেছে ছোট্ট পরী। খবর জানার পর থেকেই শুভেচ্ছার ঢল বইছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন : পাখির চোখ অরুণাচল, চিনকে শিক্ষা দিতে মহা প্ল্যান ভারতের! বিনিয়োগ হচ্ছে ১.৪ লক্ষ কোটি টাকা

প্রসঙ্গত উল্লেখ্য, ইউভান জীবনে আসার পর থেকেই শুভশ্রীর ইচ্ছা ছিল, এবার তার কোলে আসুক একটা মেয়ে। এমনকি ইতিমধ্যেই ইউভানের বোনের নামও ঠিক হয়ে গেছে। শোনা যাচ্ছে, পুত্র ইউভানের পর এবং কন্যার নাম রাখলেন ‘ই’ দিয়েই। এটি নাকি একটি তামিল শব্দ, যার আক্ষরিক অর্থ মেলোডিয়াস বা সুরেলা। পাশাপাশি দেবী সরস্বতীকেও এই নামে ডাকা হয়ে থাকে। রাজশ্রীর মেয়ের নাম হল ‘ইয়ালিনি’।

 

যাইহোক, খবর প্রকাশ্যে আসতেই একেবারে হইহই কাণ্ড টলিপাড়ায়। অভিনেত্রীর পোস্টে আদর-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সকলেই। তবে এখন কেবল ছোট্টটিকে এক ঝলক দেখার অপেক্ষা। শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তরা এটাও জানতে চাইছেন, মা ও মেয়ে এখন সু্স্থ আছেন কী না! Banglahunt এর তরফেও নতুন মা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রতি রইল অনেক শুভেচ্ছা।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X