মা হওয়ার পরেই ফের বড়পর্দায় শুভশ্রী, রাজের পরিচালনায় আসছে ‘হাবজি গাবজি’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) প্রথম ছবি ছিল পরিণীতা। পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর (raj chakraborty) পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সদ‍্য সদ‍্য মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন অভিনেত্রী। তাঁর কোল জুড়ে এসেছে ছোট্ট ইউভান।

এবার ফের অভিনয়ে ফিরতে চলেছেন শুভশ্রী। সৌজন‍্যে, রাজ চক্রর্তীর নতুন ছবি ‘হাবজি গাবজি’ (habji gabji)। ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা মিলবে পরমব্রত চট্টোপাধ‍্যায়ের (parambrata chatterjee)। জানা গিয়েছে, মোবাইল গেমের আসক্তি নিয়ে তৈরি হতে চলেছে এই বিশেষ ধারার ছবি।

 

সোশ‍্যাল মিডিয়ায় এখন মানুষকে আষ্টেপৃষ্টে বেঁধে নিয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে নিত‍্যনতুন মোবাইল ও কম্পিউটার গেম। শুধুমাত্র ছোটরাই যে এর ফাঁদে পড়েছে তা কিন্তু না। অনেক বড়রাও হয়ে উঠেছেন এইসব অনলাইন গেমের পোকা।

জানা গিয়েছে, লকডাউনের আগেই পরিচালক রাজ চক্রবর্তী শেষ করে ফেলেছিলেন ছবি শুটিং। ফলে অন্তঃসত্ত্বা অবস্থাতে আর শুট করতে হয়নি অভীনেত্রীকে। ছবির কিছুটা অংশের শুটিং উত্তর বঙ্গে হয়েছে বলে জানা গিয়েছে।

https://www.instagram.com/p/CFyhSUwAJAR/?igshid=1p53kb68fcn44

ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী ও পরমব্রত। এছাড়াও রয়েছেন সামন্ত‍্যক দ‍্যুতি মৈত্র। এর আগে মাছের ঝোল, বরুণবাবুর বন্ধু ছবিতে অভিনয় করেছে সামন্ত‍্যক। তাঁর ছোটবেলার চরিত্রে দেখা যাবে কাঞ্চন মল্লিকের ছেলে আয়ুষকে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা হাবজি গাবজির।

সম্পর্কিত খবর

X