ছোট পোশাকে মানায় না, বিকিনিতে পোজ দিতেই নীতিপুলিসির শিকার শুভশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার পর থেকেই কারণে অকারণে ট্রোলের শিকার হয়ে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। সন্তান জন্মের পর স্বাভাবিক ভাবেই কিছুটা ওজন বেড়েছে তাঁর। কাজে যোগ দেওয়ার আগে থেকেই অবশ‍্য আগের শেপে ফেরার জন‍্য শরীরচর্চা চালিয়ে যাচ্ছিলেন তিনি। অনেকটা মেদ ঝরিয়েও ফেলেছেন। কিন্তু কুকথা থামার কোনো নামই নেই।

এবার বিকিনি পরার জন‍্যও ট্রোলড হতে হল শুভশ্রীকে। মালদ্বীপে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানের ছুটি কাটাচ্ছেন তিনি। বিকিনি পরে একাধিক ছবি শেয়ার করেছেন এতদিনে। কিন্তু কোনো কুমন্তব‍্যই দেখা যায়নি। রবিবাসরীয় সকালে একটি পূর্ণাঙ্গ ছবি শেয়ার করতেই অবধারিত ভাবে ট্রোলড হয়েছেন শুভশ্রী।


গাঢ় নীল রঙা টু পিস পরে ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। আনমনে তাকিয়ে রয়েছেন দূরে নীল সমুদ্রের দিকে। হাতে ও কানে সোনার চুড়ি, দুল পরে বিকিনি লুক সম্পূর্ণ করেছেন শুভশ্রী। ছবি শেয়ার করতেই কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব‍্যের ঝড়। নেটিজেনদের একাংশের মতে, শুভশ্রীকে এসব পোশাকে একেবারেই মানায় না। আবার একজনের বক্তব‍্য, বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নকল করতে গিয়ে ব‍্যর্থ হয়েছেন শুভশ্রী। তবে কয়েকজন ট্রোল করলেও প্রশংসাই বেশি পেয়েছেন অভিনেত্রী।


দুদিন আগেই কালো সুইমসুইটে উষ্ণতা ছড়িয়েছিলেন শুভশ্রী। সুইমিং পুলের জলে ডুবে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। ভেজা চুলে রিসর্টের বাইরের নীল জলের দিকে তাকিয়ে শুভশ্রী। এই ছবি দিয়েই শুভ সকাল জানিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে স্বামী রাজের সঙ্গে আরো একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন তিনি।

https://www.instagram.com/p/CUjah_soiyO/?utm_medium=copy_link

এখানে তাঁর পরনে হালকা বেগুনি, কমলা সাদার মিশেলে বিকিনি। রাজের পাশে শুয়ে আসলে সেলফি তুলেছেন অভিনেত্রী। কম যান না রাজও। বিলাসবহুল রিসর্টে বসে বাইরের তাক লাগানো দৃশ‍্য শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। আবার কখনো স্পিড বোটের উপরেও পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।

X