সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিতে পারে তার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী

সরকারি করমচারী দের দীর্ঘদিনের এক প্রত্যাশা যে পে কমিশন ও ডি এ। অবশেষে কি হতে পারে এর ভবিষ্যত তা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন শুভেন্দু অধিকারী ।মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নিতে চাইলেন,কবে নিতে চাইলেন,তা স্পষ্ট করলেন তিনি।

লোকসভা ভোটে ভরাডুবির পর এবার কি সত্যি ই ঘরে ফিরবে সরকারি কর্মীদের একটা বড় অংশ।এর উত্তর সময়ই দেবে।আলাদীনের আশ্চর্য প্রদীপ এর মত কি থাকবে.?জানা গিয়েছে,১৩ই সেপ্টেম্বরের দিন তিনি নিজে ঘোষণা করবেন এক গুচ্ছ স্বপ্নের রূপায়ন।

দেখে নিন কি বললেন শুভেন্দু অধিকারী,

[videopress 0JFT4Cz8]

 

 

সম্পর্কিত খবর