চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেছিলেন ইনি! এখন ৬০ কোটির টার্নওভার, তৈরি করেছেন কর্মসংস্থানও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে অনেকেই বিভিন্ন স্টার্টআপ (Startup) শুরু করার মাধ্যমে ব্যবসা (Business) করছেন। যেগুলির মধ্যে কিছু কিছু স্টার্টআপ আবার পৌঁছে গিয়েছে সফলতার শীর্ষেও। পাশাপাশি, সেগুলি তৈরি করেছে দৃষ্টান্তও। তবে, এই সফলতা হাসিলের পেছনে থাকে কিছুজনের অদম্য লড়াই। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লড়াকু মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করব। যিনি স্টার্টআপ শুরুর মাধ্যমেই বর্তমানে কোটি কোটি টাকা আয় করছেন। পাশাপাশি, তিনি তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগও।

মূলত, একজন সাধারণ পরিবার থেকে উঠে আসা নাগপুরের বাসিন্দা পল্লবী মোহাদিকর (Pallavi Mohadikar) প্রমাণ করে দেখিয়েছেন যে, বড় কোনো স্বপ্নপূরণের ইচ্ছে থাকলে সাহস এবং পরিশ্রমের ওপর ভর করেই লক্ষ্যে পৌঁছনো সম্ভব। বর্তমানে পল্লবী শুধুমাত্র বার্ষিক ৬০ কোটি টাকার ব্যবসাই পরিচালনা করছেন না, পাশাপাশি সারা দেশে ১,৮০০-রও বেশি তাঁতির কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন তিনি।

ইনি হলেন পল্লবী মোহাদিকর: পল্লবী একটি অত্যন্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাড়ির অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তবে, তিনি তাঁর পড়াশোনা চালিয়ে যান। পাশাপাশি তাঁর বাবাও তাঁকে পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করেন। তিনি চাইতেন তাঁর মেয়ে জীবনে ভালো কিছু করুক।

এদিকে, পল্লবীও সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য আইআইএম লখনউতে পৌঁছে যান। সেখান থেকে তিনি এমবিএ শেষ করার পর, একটি ভালো চাকরি পেতেও সফল হন। যদিও, চাকরি পাওয়ার পরেও থেমে থাকেননি পল্লবী। বরং, তিনি বড় কিছু করতে চেয়েছিলেন।

মূলত, পল্লবী এমন একটি পরিবারে বড় হয়েছিলেন যেখানে কোসা সিল্ক থেকে হস্তশিল্পের মাধ্যমে শাড়ি তৈরি করা হত। এমন পরিস্থিতিতে, তিনি তাঁতিদের সমস্যাগুলি খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন। পাশাপাশি, তিনি তাঁদের জন্য কিছু করতেও চেয়েছিলেন। সেই কারণেই পল্লবী চাকরি ছেড়ে পুণেতে একটি স্টার্টআপ শুরু করেন। যেখানে সহযোগিতা করেন তাঁর স্বামী ডাঃ অমল পাটোয়ারী।

Success Story of Pallavi Mohadikar

চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন স্টার্টআপ: জেনে অবাক হবেন যে, পল্লবী ইতিমধ্যেই সারা দেশজুড়ে প্রায় ১,৮০০ তাঁতির একটি নেটওয়ার্ক তৈরি করেছেন। পাশাপাশি, তিনি নিজের প্রোডাক্টের মার্কেটিংও অত্যন্ত গুরুত্বের সাথে করেন। কয়েক বছরের কঠোর পরিশ্রমের পর বর্তমানে তাঁর এই স্টার্টআপ দুর্দান্ত জায়গায় পৌঁছেছে। শুধু তাই নয়, মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, পল্লবী বছরে প্রায় ৬০ কোটি টাকার ব্যবসা করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর