সুদীপাকে দিয়ে গরুর মাংস রান্না! ওপার বাংলার রান্নার শো নিয়ে বয়ে গেল নিন্দার ঝড়

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত নাম হলেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। একটা সময় জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় কুকারি শো জি বাংলা রান্নাঘরের হাত ধরে সঞ্চালনা করে বাংলা যারা খ্যাতি পেয়েছেন তিনি। আজও তাই বাঙালির কাছে তিনি ‘রান্নাঘরের রানী’ নামেই পরিচিত। তবে শুধু কলকাতা (Kolkata) নয়, এপার বাংলার গন্ডি ছাড়িয়ে সুদীপার সমান জনপ্রিয়তা রয়েছে ওপর বাংলায় অর্থাৎ বাংলাদেশেও (Bangladesh)।

তাই সম্প্রতি ঈদ উপলক্ষে কলকাতা থেকে বাংলাদেশের জনপ্রিয়  কুকারী শোতে ‘রাঁধুনি’তে অতিথি হিসেবে হাজির ছিলেন সুদীপা। সুদিপা সেখানে প্রথমেই ঈদের দিন দেখানো হয় এই শো এর প্রথম পর্ব। সেখানে প্রথমেই দেখানো হয় বাংলাদেশের একটা স্পেশাল রেসিপি। যা আসলে তৈরী করা হয় গরুর মাংস দিয়ে।

আর এতেই বেজায় চটে যায়,সুদীপা ভক্তরা। কারণ নাম থেকেই বোঝা যাচ্ছে সুদীপা চ্যাটার্জী একজন ভারতীয় হিন্দু ব্রাহ্মণ। আর তাঁকে বাংলাদেশে অতিথি হিসাবে ডেকে গরুর মাংসের রেসিপি দেখানোয় সোশ্যাল মিডিয়ায় বয়ে গিয়েছে নিন্দার ঝড়। এককথায় এই বিষয়টিকে সাপোর্ট করেননি কেউ। সবাই এক বাক্যে বলেছেন পরিবর্তে অন্য কোনো মাংসের রেসিপি রান্না করা উচিত ছিল। যার ফলে দর্শকদের সমালোচনার মুখে পড়ে এখন বিপাকে বাংলাদেশের এই রান্নার অনুষ্ঠান।

আরও পড়ুন: মাত্র ৩৬ হাজার! জলের দামে বিকোচ্ছে Apple-র MacBook, হাতছাড়া করবেন না সুযোগ

শুধু কলকাতার সুদীপা ভক্তরাই নন ক্ষুব্ধ সুদীপার বাংলাদেশী অনুরাগীরাও। এমনই একজন অনুরাগী কড়া ভাষায় সমালোচনা করে লিখেছেন,’মুসলিম হয়ে বলছি,গরু না দিয়ে খাসি দেয়া উচিত ছিল।আমাদের জন্য ব্যপারটা সাধারণ।কিন্তু তার পরিবারের ভাবনাটাকে তো সম্মান দেয়া উচিত ছিল,নাহলে আমাদেরকে কেন সম্মান করবে?তার সমস্যা না হলেও তার পরিবার তো হিন্দু ধর্মতে বিশ্বাসী।কুরবানি দিতে হয় কোনো প্রিয় পশুর,সত্যি বলতে আল্লাহর জন্যই এই কুরবানি,জরুরি না সেটা গরুই হতে হবে,যেহেতু একজন হিন্দু সেটা রান্না করছে তাই অন্য যেকোনো হালাল পশু দেয়া যেত।’

https://youtu.be/SDb1wdHqHJA?si=5W8QY8GwxEvsFySR

একই সুর বাকিদের গলাতেও। তাই একজন কড়া নিন্দা করে লিখেছেন,’আমি একজন মুসলিম ছেলে হয়ে বলছি এইখানে সুদীপা দিদি কে অপমান করা হয়েছে. এই অনুষ্ঠানটায় গরুর মাংস না রেখে যদি খাসির মাংস রাখতো তাহলে অনুষ্ঠানটা দেখতে আরো ভালো লাগতো. উনি যেহেতু হিন্দু তাহলে উনার কথা চিন্তা করেই অনুষ্ঠানটা করার দরকার ছিল. আসলে চেহারা সুন্দর হলে কি হয়েছে চিন্তা ভাবনা সুন্দর না।’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X