বাংলাহান্ট ডেস্ক: বাঙালির সবথেকে বড় উৎসব দূর্গাপুজো (Durgapuja)। দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা, প্রস্তুতির অবসান ঘটতে চলেছে অবশেষে। মহালয়া পেরিয়ে গেলেই ঢাকে কাঠি পড়ে যায়। আগে অবশ্য পঞ্চমী বা ষষ্ঠীতে দেবীর বোধনের সঙ্গে শুরু হত পুজো। এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই। চতুর্থী পঞ্চমী নয়।
এবার এক মাস আগে থেকেই পুজোর ঘোষনা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে মহালয়ার আগেই উদ্বোধন হয়ে গিয়েছে শহরের একাধিক নামী পুজো মণ্ডপের। বেশিরভাগ মণ্ডপে মুখ্যমন্ত্রী স্বয়ং এসে পুজোর উদ্বোধন করেছেন। প্রথমা থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে।
উত্তর থেকে দক্ষিণ একাধিক পুজো মণ্ডপে ঘুরে ঘুরে উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। কিছু জায়গায় দেবী প্রতিমার চক্ষুদানও করেছেন তিনি। একথা কারোরই অজানা নয়, রাজনীতির পাশাপাশি সাংষ্কৃতিক দিকেও যথেষ্ট নজর আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। লেখালেখির পাশাপাশি তাঁর তুলিও চলে দুরন্ত গতিতে।
সম্প্রতি বালিগঞ্জ ২১ পল্লীতে দূর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ‘রান্নাঘর’ সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে পাশেই ছিলেন তিনি। একটি ভিডিও শেয়ার করেছেন সুদীপা।
https://www.instagram.com/p/Ci_PM7ABeap/?igshid=YmMyMTA2M2Y=
পুজো উদ্বোধন সেরে বেরোনোর সময়েই মণ্ডপে রাখা ক্যানভাসে চোখ আটকে যায় মুখ্যমন্ত্রীর। সঙ্গে সঙ্গে রঙ তুলি নিয়ে দাঁড়িয়ে পড়েন ছবি আঁকতে। ফুলদানিতে লাল রঙের কয়েকটি ফুল এঁকেছেন মুখ্যমন্ত্রী। পাশে রঙ হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন বাবুল। তাঁর পেছন থেকে উঁকি দিতে দেখা গেল সুদীপাকে।
https://www.instagram.com/reel/Ci_OzkoBSm1/?igshid=YmMyMTA2M2Y=
মুখ্যমন্ত্রীর আঁকার ভিডিও শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সুদীপা। লিখেছেন, ‘কিছু অমূল্য মুহূর্ত। মাত্র কয়েক মিনিটে আপনার জাদু কাঠি ছুঁইয়ে যে ছবি আপনি এঁকেছেন তার জন্য ধন্যবাদ কম পড়ে যাবে।’ তবে সম্ভবত কটুক্তি, সমালোচনা এড়াতে কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন সুদীপা।