বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)। কলকাতা হাইকোর্টের ৩৩ তম প্রধান বিচারপতির অবসর গ্রহণের পর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তথা মাস্টার অফ রস্টার–এর দায়িত্ব সামলাচ্ছিলেন জাস্টিস সৌমেন সেন। তবে এবার থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি সুজয় পাল (Justice Sujoy Paul)।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন সুজয় পাল | Calcutta High Court
বিচারপতি শিবজ্ঞানমের পরেই সবচেয়ে সিনিয়র বিচারপতি হিসেবে হাইকোর্টে ছিলেন জাস্টিস সৌমেন সেন (Justice Soumen Sen)। তাই নিয়ম মতো তিঁনিই সেই দায়িত্ব পান। তবে ইতিমধ্যেই তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
এতদিন যদিও এই নিয়ে আইন মন্ত্রকের তরফে কোনও বিজ্ঞপ্তি আসনি। তবে এবার সেই সুপারিশ কার্যকর হতেই কলকাতা হাইকোর্ট ছাড়ছেন তিনি। তাই সিনিয়র মোস্ট বিচারপতি সুজয় পাল হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
বিচারপতি সৌমেন সেনের মেঘালয় পদোন্নতির পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়ে নজির গড়েছেন তিঁনি। আইনজীবীমহলের মতে, কোনও হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের বেশ কিছু দিন আগেই সুপ্রিম কোর্টকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করে দেওয়ার কথা। কারণ সেই নামে আইন মন্ত্রকের সিলমোহরের ক্ষেত্রেও কিছুটা সময় প্রয়োজন।
আরও পড়ুন: অ্যাপের হাত ধরে এবার পুজো দেখা সহজ, বর্ধমান পুলিশের নতুন উদ্যোগ ‘সবার পুজো’, জানুন বিস্তারিত…
তবে কলকাতা হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট এখনও সেই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় আপাতত ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং প্রধান বিচারপতিই কলকাতা হাইকোর্টে দায়িত্ব সামলাবেন বলে মনে করা হচ্ছে।