‘নিজের বাড়ি থেকে নৈতিকতার পাঠ শেখা উচিত মুখ্যমন্ত্রীর’, খোঁচা সুকান্ত মজুমদারের

বাংলা হান্ট ডেস্কঃ ‘মুখ্যমন্ত্রীর উচিত নিজের বাড়ি থেকে নৈতিকতার পাঠ শেখা’, এদিন ঠিক এ ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

সাম্প্রতিক সময়ে বাংলায় একাধিক দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন সুকান্ত মজুমদার এবং আক্রমণের সেই ঝাঁঝ আরো বাড়িয়ে তুললেন বিজেপি নেতা।

   

উল্লেখ্য, আগামী ১৩ ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে বিজেপির এই কর্মসূচি ইতিমধ্যে খবরের শিরোনামে স্থান পেয়েছে। এর আগে বাংলার বিভিন্ন প্রান্তে প্রস্তুতি খতিয়ে দেখতে তৎপর বিজেপি নেতারা। বাংলায় যেভাবে একের পর এক দুর্নীতি বেড়ে চলেছে, তার প্রতিবাদে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

সব মিলিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি আর এর মাঝে এদিন সুকান্ত মজুমদার বলেন, “বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি মামলা ক্রমশ বেড়ে চলেছে। শিক্ষকরা সঠিক পরিমাণে ডিএ পাচ্ছে না। সিবিআই এবং ইডিকে তদন্ত করে যেতে হচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর আগে নিজের বাড়ি থেকে নৈতিকতার পাঠ নেওয়া উচিত। উনি নৈতিকতার পাঠ আগে বাড়ি থেকে নিন, কাজে দেবে।” বিজেপি নেতার এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপট।

Sukanta mamata

উল্লেখ্য, আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় নৈতিকতার প্রসঙ্গ। তিনি বলেন, “আমি কত টাকার মালিক হলাম কিংবা আমার কাছে কত পয়সা রয়েছে, সেটা কখনো পরিচয় হতে পারে না। আমি কতটা লোভী হব কিংবা নিজেকে ভালোভাবে চালাতে পারবো কিনা, সে সকল একমাত্র আমার ওপরই নির্ভর করে। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনভাবে সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও রয়েছে। আমার মনে হয়, নৈতিক চরিত্র গঠন হওয়া প্রয়োজন আর তার জন্য একটা সিলেবাস থাকা উচিত।” আর এর মাঝেই সুকান্ত মজুমদারের বক্তব্য দ্বারা ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর