ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে এই সৌজন্যতা দেখলে বেশি খুশি হতাম: সুকান্ত মজুমদার

বাংলাহান্ট ডেস্কঃ রাজ‍্যে উত্তোরত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এরই মাঝে করোনা আক্রান্ত হলেন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। আর তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে স‍্যোশাল মিডিয়ায় তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দিলেন উপদেশও।

রবিবার করোনা আক্রান্ত হন বিজেপির রাজ‍্য সভাপতি সুকান্ত মজুমদার। বর্তমান সময়ে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হালকা জ্বর, কফ, সর্দির মতো উপসর্গ থাকায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পর তাঁর রিপোর্ট পজেটিভ আসে। অক্সিজেন স্যাচুরেশন সামান্য কমে যাওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশন কেবিনে রেখে আরটিপিসিআর টেস্টের জন্য তাঁর নমুনা পাঠানো হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর।

bjp vs tmc

হাজারো রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও, সোমবার সুকান্ত বাবুকে ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়। ফোনে প্রায় মিনিট তিনেক কথা হয় তাদের মধ্যে। এমনকি সুকান্ত মজুমদারের জন্য ফল ও অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস পাঠান মুখ্যমন্ত্রী। রাজনৈতিক বিরোধিতা থাকলেও এটাই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষ, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার সময়ও খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

তবে মুখ্যমন্ত্রীর থেকে সৌজন্য পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে স‍্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন সুকান্ত মজুমদার। যেখানে তিনি লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমার প্রতি যে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন তা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখালে আমি আরও খুশি হতাম’।

প্রসঙ্গত, করোনা আবহ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলা, সর্বদা কেন্দ্র রাজ‍্য সংঘাত চললেও, কিছুদিন আগেই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। আবার মুখ্যমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও।


Smita Hari

সম্পর্কিত খবর