এখনই খুলছে না স্কুল! আরও একবার বাড়ল গরমের ছুটি, রাজ্য সরকারের লেটেস্ট আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তরেও একই দশা। সকাল হতেই ভ্যাপসা গরম, অস্বস্তি চরমে। এই আবহে গরমের ছুটি শেষ হওয়ার মুখে ফের তা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার! কবে থেকে ফের সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়বে? জানুন বিস্তারিত।

দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছিল। সেই সময় স্কুল খুলে দেওয়ার দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন। এরই মধ্যে জানানো হয়েছে শীঘ্রই স্কুল খোলা হচ্ছে।

ভোটের পর গত ৩ জুন তারিখেই রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। তবে পড়ুয়াদের যেতে হবে আগামী ১০ জুন থেকে। তবে এরই মাঝে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ায় চিন্তায় স্কুলগুলি। ফের রাজ্যে বাড়ছে গরমের ছুটি? তীব্র তাপপ্রবাহ ও ক্রমাগত তাপমাত্রা বাড়তে থাকায় ফের স্কুল বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য।

রাজস্থান সরকার গত ১৭ই মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। গরমের দাপটে সেই ছুটির দিন আরও বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। মধ্যপ্রদেশেও আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে।

South Bengal weather update summer

আরও পড়ুন: সকাল থেকেই বৃষ্টি? আজ কলকাতা সহ এই সব জেলায় তুলকালাম: আবহাওয়ার খবর

অন্যদিকে দিল্লি এবং উত্তরপ্রদেশেও তাপমাত্রার রেকর্ড এতটাই ঊর্ধ্বমুখী তাই গরমের ছুটি বৃদ্ধি করা হয়েছে। ৫০ দিন স্কুল বন্ধের ঘোষণা করেছে দিল্লি সরকার। উত্তরপ্রদেশে আগামী ১৮ জুন পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে আপাতত পশ্চিমবঙ্গের স্কুল গুলি আগামী ১০ জুন খুলে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে গরমের ছুটি এরপর আবার দেওয়া হতে পারে কিনা আপাতত পশ্চিমবঙ্গ সরকার এই প্রসঙ্গে কিছু জানায়নি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X