বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল ভারতের দুর্দান্ত জয় যেন ঘোর লাগিয়ে দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মনে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তো বটেই, গতকাল হেরে গিয়ে মনোক্ষুন্ন হওয়া পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরাও বিরাট কোহলির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন। গোটা বিশ্বের ম্যাচটা নিয়ে একই মত ছিল। এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ খুব বেশি দেখা যায় না, সেটা সকলেই একবাক্যে স্বীকার করেছেন।
আর পাঁচজন ক্রিকেটপ্রেমীর মতোই এই ম্যাচ থেকে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছিলেন গুগলের ভারতীয় সিইও পিচাই সুন্দরারাজন, যিনি সুন্দর পিচাই নামেই বেশি পরিচিত। নিজের ব্যস্ত সুচির মাঝেও তিনি ম্যাচটির ফলাফলের দিকে চোখ রেখেছিলেন। ভারত জয় পাওয়ায় বাকি সকলের মতোই উচ্ছ্বসিত ছিলেন এই ভারতীয় বিজনেসম্যান।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে গোটা ভারতকে দিওয়ালীর শুভেচ্ছা জানান এবং বলেন, “আশা করি সবাই দিওয়ালীর আনন্দ উপভোগ করতে শুরু করে দিয়েছেন। আমি সেই আনন্দ উপভোগ করতে শুরু করেছে ভারত-পাকিস্তান ম্যাচের শেষ তিন ওভারে দেখে।”
এই সময়ে এক পাকিস্তানী ক্রিকেটভক্ত তার সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতের জয়কে ব্যঙ্গ করতে আসেন। তিনি বলেন, “আপনার প্রথম তিনটি ওভার দেখা উচিত ছিল।” খুব স্বাভাবিকভাবেই পরিষ্কার করে বল না হলেও বোঝা যাচ্ছিল যে তিনি সুন্দর পিচাইকে দ্বিতীয় ইনিংস অর্থাৎ ভারতের ব্যাটিং এর সময়ের প্রথম তিনটি ওভার দেখতে বলেছিলেন যেখানে ভারতীয় দল দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল।
কিন্তু গুগলের সিইও এই প্রশ্নের উত্তর তো চমৎকার জবাব দিয়েছেন। যেহেতু ওই পাকিস্তানি ভক্ত ভারতীয় ইনিংসের প্রথম তিন জনের কথা উল্লেখ করেননি তাই সুন্দর পিচাই তাকে জবাব দিয়ে বলেন, “হ্যাঁ, শুরুর তিন ওভারও দেখেছি। অর্শদীপ এবং ভুবনেশ্বর কুমার অত্যন্ত ভালো বোলিং করে ভারতকে জিততে সাহায্য করেছেন।” মুহূর্তেই তাদের এই কথোপকথনের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সুন্দর পিচাইকে সাধুবাদ জানাতে থাকেন।