বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিনে একটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। দিল্লির যন্তর মন্তরে যে দীর্ঘদিন ধরে কুস্তিগীরদের আন্দোলন (Wrestlers Protest) চলছে একটি স্পর্শকাতর বিষয়কে নিয়ে সেটা কারোর অজানা ছিল না। অনেকেই হয়তো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতেন না। কিন্তু কাল দিল্লি পুলিশের দ্বারা যেভাবে কুস্তিগীরদের হেনস্থা করা হয়েছে তারপরে সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
কুস্তি ফেডারেশনের প্রধান এবং বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে আন্দোলন করে চলেছেন কুস্তিগীররা। যদিও অনেকে তাদের এই আন্দোলনকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। মোট কথা এই নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে গত এপ্রিল মাস থেকেই।
কিন্তু এই আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য যদি থেকেও থাকে তাহলেও কাল কুস্তিগীরের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কখনোই মেনে নেওয়া যায় না। নতুন সংসদ ভবনের সামনে গিয়ে নিজেদের প্রতিবাদকে তুলে ধরার পরিকল্পনা ছিল কুস্তিগীরদের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতেই পুলিশ তাদের একটি নিয়ে হেঁচড়ে কখনো কখনো আঘাত করে পুলিশ বাসে তোলে।
এই নিয়ে যখন দেশের বাকি সমস্ত ক্রীড়া মহল নীরব, সচিন টেন্ডুলকার থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা থেকে মহেন্দ্র সিংহ ধোনি কারোর মুখে একটি সহানুভূতির সূচক শব্দ শোনা যায়নি, তখন কুস্তিগীরদের পাশে দাঁড়ালেন ভারতীয় ফুটবল দলের বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রী। এই মুহূর্তে তিনি সাফ কাফ এবং হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রস্তুতি নিচ্ছেন। তার মাঝেই এই ব্যাপারটির নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন।
তিনি অবশ্য কোনরকম রাজনৈতিক মন্তব্য করেননি তিনি শুধু এই কুস্তিগীরদের হেনস্থা করার ঘটনাটির নিন্দা করেছেন। তিনি প্রশ্ন করেছেন, “পরিস্থিতি এমন হবে কেন যার জন্য কুস্তিগীরদের মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হবে? কারোর সাথেই এমন ব্যবহার করা যায় না। আমি আশা করব গোটা প্রক্রিয়াটা একটা যথাযথ পদ্ধতি মেনে হবে যেমনটা হওয়া উচিত।” নিজস্ব ধারা সোজা রেখে এই মন্তব্য করতে পারার জন্য অনেকেই ভারতীয় ফুটবল দলের অধিনায়ককে কুর্ণিশ নিয়েছেন।