‘বাতিয়াঁন বুঝা দো’ গানে ড্যান্স ফ্লোরে লাল শাড়িতে ফের ঝড় তুললেন সানি লিওন

বাংলা হান্ট ডেস্ক: ‘বেবি ডল’ বলেই পরিচিত তিনি বি টাউনে। একের পর এক হিট আইটেম গানে তার নাম আছে। কখনো ‘মেরি দেশি লুক’ আবার কখনও “লাইলা ম্যে লাইলা” তে ঘায়েল করেছেন তিনি হাজার ভারতীয় ফ্যানদের। বুঝতেই পারছেন কার কথা বলছি! আইটেম  সং আর সানি লিওন। বলিউডে আইটেম গানের ক্ষেত্রে প্রযোজকদের পছন্দের তালিকায় শীর্ষে সানি। তার কারণই যেন আরও একবার প্রমাণ করলেন বেবিডল। ‘মোতিচুর চাকনাচুর’ সিনেমার ‘বাতিয়াঁ বুঝা দো’ গানে ডান্স ফ্লোরে ঝড় তুললেন সানি লিওন।

 

গানে সানির বিপরীতে দেখা গেল নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে।  নেটিজেনদের এই জুটির কেমিস্ট্রি যে মনে ধরেছে তা বলাই বাহুল্য। ইউটিউবে ভাইরাল হয়েছে সানির নতুন আইটেম সং। লাল শাড়িতে লাস্যময়ী ভূমিকায় দেখা গেল বেবিডলকে। অন্যদিকে ব্যাড বয় ইমেজে দেখা গেল নাওয়াজকে। এই কেমিস্ট্রি বড়ো পর্দায় আসার জন্য অপেক্ষায় রয়েছেন সানি অনুগামীরা। 

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে দেবামিত্রা বিসওয়াল পরিচালিত মোতিচুর চাকনাচুর। কমেডি-ড্রামাধর্মী এই সিনেমায় মূখ্য ভূমিকায় থাকছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি। সঙ্গে থাকছেন আথিয়া শেট্টি। 

 

সিনেমায় একজন ৩৬ বছর বয়সী বিয়েপাগলের ভূমিকায় দেখা যাবে নাওয়াজকে। অনেকেই এই গানে নাওয়াজের লুককে কিক-এর তাঁর লুকের সঙ্গে তুলনা করেছেন। তবে নাওয়াজউদ্দিন মানেই প্রতিটি সিনেমায় নতুন নতুন অবতার। এই সিনেমাতেও তিনি দর্শকদের মন জয় করে নেন কি না তা সময় বলবে।

 

সম্পর্কিত খবর