Hi Sunny… Love Me ! মোদির কাছ থেকে এমনই মেসেজ পেতে চান সানি লিওন

বাংলাহান্ট ডেস্ক: খুব কম সময়ের মধ্যেই বলিউডে জাঁকিয়ে বসেছেন সানি লিওন। ইতিমধ্যেই বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে দেখা গিয়েছে তাঁকে। ঝুলিতে রয়েছে একাধিক ছবিও। অভিনয়ের পাশাপাশি নিজের কসমেটিক্স ব্র্যান্ডের দৌলতেও বেশ নাম করেছেন সানি। তবে রাজনৈতিক বিষয়ে কোনও দিন তাঁকে তেমন মন্তব্য করতে দেখা যায়নি।

তবে এবার সানি এমন একটি কথা বলে বসেছেন যে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। সম্প্রতি একটি অ্যাপ্লিকেশন উইশ-এর উদ্বোধনে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যদি কারওর থেকে একটি উইশ তিনি পেতে চান তাহলে সেটা কে? উত্তরে সানি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে উইশ পেতে চান তিনি।

f2f0930c 7311 4ade b0eb 04990c01cb2f

বলা বাহুল্য সানির থেকে এমন উত্তর কেউই আশা করেননি। সাংবাদিকরা তাঁকে পাল্টা প্রশ্ন করেন, মোদীর থেকে কী উইশ পেতে চান তিনি?

সানির এবারের উত্তর, তেমন কিছুই নয়, শুধু তিনি চান প্রধানমন্ত্রী তাঁকে ‘হাই’ পাঠান। সানি জানান তিনি চান নরেন্দ্র মোদী তাঁকে ‘হাই সানি, লাভ মি’ উইশ পাঠান।

সানির এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। হঠাৎ সানি এমন মন্তব্য করতে কেন গেলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন। অনেকেই ইতিমধ্যে সমালোচনা শুরু করেছেন সানির।

প্রসঙ্গত, এর আগে রাজনৈতিক কোনও বিষয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি সানি লিওনকে। তবে এর আগে জেএনইউ ক্যাম্পাসে হিংসার ঘটনায় মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে, প্রতিরোধ হোক, কিন্তু বিনা হিংসায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর