জিতে গেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! সুপ্রিম কোর্টের নির্দেশে ঘুম উড়ল পর্যদ সভাপতির

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালকে (Goutam Pal) জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওএমআর শিট (OMR Sheet Case) সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে সম্প্রতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।

প্রাথমিক নিয়োগ দু্র্নীতি সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশও দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান পর্ষদ সভাপতি। তবে মিললো না সুরাহা।

সোমবার পর্ষদ সভাপতির রক্ষাকবচের আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদী। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) পর্যবেক্ষণ, তদন্তে সহযোগিতা করলে তো গ্রেফতারের আশঙ্কাই নেই।

আরও পড়ুন: রেশন দুর্নীতির টাকায় কেনা হয়েছে ইউরোপের ফুটবলক্লাব! ED-র নজরে মন্ত্রী ঘনিষ্ঠ ‘এই’ ব্যক্তি

আগামী শুক্রবার পরবর্তী শুনানি।প্রয়োজনে আগামী শুক্রবার এই মামলার শুনানির পর পর্ষদ সভাপতিকে রক্ষাকবচ দেওয়া হতে পারে বলে মন্তব্য বিচারপতির। এই মামলায় সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

supreme court

এদিন সুপ্রিম কোর্টে গৌতম পালের আইনজীবী জানান, তারা তদন্তে সবরকম সহযোগিতা করছেন। পাশাপাশি ওএমআর শিট বিকৃত হয়েছিল অনেক আগে ২০১৭ সালে। ওই সময়ের নিয়োগ দুর্নীতির তদন্তে কেন বর্তমান পর্ষদ সভাপতিকে ডাকা হচ্ছে তা নিয়েও তোলা হয় প্রশ্ন। তবে এত কিছুর পরও রক্ষাকবচ পেলেন না গৌতম পাল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর