বাংলা হান্ট ডেস্কঃ দু’বছরের বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সরগরম রাজ্য। ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার সাথেই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের আরও একাধিক হেভিওয়েট। তাদের মধ্যেই অন্যতম এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। ইতিপূর্বে আদালতে যতবারই তার জামিনের প্রসঙ্গ উঠেছে ততবারই ‘প্রভাবশালী তকমা’ খাড়া করেছে সিবিআই। এবার এহেন শান্তিপ্রসাদ সিনহার জামিনের মামলায় সিবিআইকে নোটিস ধারাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন শীর্ষ আদালত জানিয়েছে, তারা কেন শান্তিপ্রসাদ সিনহার জামিনের বিরোধিতা করছেন তা জানাতে হবে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে CBI
আদালত সূত্রে খবর, মঙ্গলবার সিবিআইকে এই নোটিস দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এসভিএন ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রাজ্যের শিক্ষা দপ্তরের আরও পাঁচজন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। এই একই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ভয়াবহ! বিকট শব্দে কেঁপে উঠল গুজরাটের বাজি কারখানা, মৃত কমপক্ষে ১৮
জামিনের আবেদন জানিয়ে আগেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের জামিন মঞ্জুর নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। এরপর সেই মামলা যায় তৃতীয় বেঞ্চের বিচারপতির কাছে। এরপর তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী তাদের সকলের জামিনের আবেদন খারিজ করে দেন।
অবশেষে জামিন পেতে পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতে জামিনের আবেদন জানান একই মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাও। প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। আজ আরও একবার শান্তিপ্রসাদের আইনজীবী তার জামিনের আবেদন জানান। এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয় এখনও কেন শান্তি প্রসাদকে জামিন দেওয়া হবে না? এ বিষয়ে কি বক্তব্য সিবিআই-এর? জানা যাচ্ছে,আগামী ২০-মে এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।