‘বিদেশিরাও আধার পায়’, ভোটার তালিকা সংশোধনে আধারের যুক্তি মানা যাবে না, নতুন বিতর্ক সুপ্রিম কোর্টে

Published on:

Published on:

Supreme Court hearing on Aadhaar in SIR case

বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR নিয়ে বিহারে চলছে তীব্র আইনি লড়াই। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) অন্তর্বর্তী নির্দেশে আধার কার্ডকে ১২তম নথি হিসেবে গ্রহণের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে আদালতেই। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে শুনানির সময় সেই নির্দেশ খারিজ করার দাবি জানান আইনজীবী অশ্বিনী উপাধ্যায়।

আধার কার্ডকে ১২ তম নথি করার নির্দেশ খারিজ করে আদালতে (Supreme Court) সওয়াল আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের

আদালতে (Supreme Court) অশ্বিনী উপাধ্যায় সওয়াল করে বলেন, “আধার কোনও নাগরিকত্বপত্র নয়, এটা বয়সের কোন প্রমাণ দেয় না, এছাড়া এটা বাসস্থানেরও প্রমাণপত্র নয়। আইনজীবির যুক্তি, বিদেশিরাও নির্দিষ্ট সময় ভারতে বসবাস করলে আধার কার্ড পেতে পারেন। তাই এই নথিকে ভোটার তালিকার জন্য গ্রহণযোগ্য করা বিপজ্জনক।” বিশেষত বাংলাদেশি বা রোহিঙ্গারা যাতে এই সুযোগ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি।

শুনানিতে বেঞ্চ জানায়, আপাতত আবেদন খারিজ বা গৃহীত হচ্ছে না। বরং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ রাখা হবে। বিচারপতি কান্ত মন্তব্য করেন, “জাতীয় নির্বাচন কমিশন তাদের প্রয়োজন মতো নথি যাচাই করবে।” অর্থাৎ আধারকে সম্পূর্ণ বাতিল বা গ্রহণ কোনোটাই এখনই স্থির হচ্ছে না।

অশ্বিনী উপাধ্যায় শুধু বিহার নয়, গোটা দেশেই ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের দাবি তোলেন। তাঁর বক্তব্য, ভোটার তালিকায় অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয়ভাবে কঠোর পদক্ষেপ জরুরি। কারণ একবার নাম ঢুকে গেলে পরবর্তীতে তা বাদ দেওয়া কঠিন।

Supreme Court hearing on Aadhaar in SIR case

আরও পড়ুনঃ ‘কেশ স্পর্শের ক্ষমতা কারও নেই’, ভারতীয় মুসলিমদের ভরসা দিলেন শমীক ভট্টাচার্য

অতএব, আধার কার্ডকে ভোটার তালিকার নথি হিসেবে গ্রহণ নিয়ে বিতর্ক এখনও অমীমাংসিত। আপাতত সুপ্রিম কোর্ট (Supreme Court) এই আবেদন সরাসরি খারিজ না করলেও, পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলেই জানিয়েছে বেঞ্চ। ফলে এখন সবার নজর সেই গুরুত্বপূর্ণ শুনানির দিকেই।