বাংলা হান্ট ডেস্কঃ স্বামীর সঙ্গে না থাকলেও ভরণপোষণ পাওয়ার অধিকারী নন স্ত্রী? সম্প্রতি একটি মামলার শুনানিতে এই নিয়ে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Chief Justice Sanjiv Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভরণপোষণ পাওয়ার ক্ষেত্রে সঙ্গত ও যথাযথ কারণ থাকাটাই জরুরি, স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকা নয়।
ভরণপোষণ নিয়ে বিরাট রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)!
জানা যাচ্ছে, ২০১৪ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এক দম্পতি। ২০১৫ সালের আগস্ট মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। স্বামীর দাবি, সেই বছর ২১ আগস্ট বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী। এরপর আর ফিরে আসেননি। পরবর্তীতে একত্রে থাকার আবেদন জানিয়ে পারিবারিক আদালতে আবেদন জানান স্বামী। এদিকে পাল্টা স্ত্রী অভিযোগ করেন, তাঁর ওপর মানসিক নির্যাতন করা হয়েছে ও পণ হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করা হয়েছে।
স্ত্রীয়ের আরও অভিযোগ, তাঁর স্বামী পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। ২০১৫ সালে তাঁর গর্ভপাত হলে তাঁকে দেখতেও আসেননি বলে অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে স্ত্রী বলেন, তিনি ফিরে যেতে চান। তবে সেক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে। তাঁকে রান্নার জন্য কাঠের উনুন অথবা কয়লার উনুন নয়, গ্যাস অথবা স্টোভ ব্যবহার করতে দিতে হবে এবং বাড়ির শৌচালয় ব্যবহার করার অনুমতি প্রদান করতে হবে।
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে ফের বিপুল পদে শিক্ষক নিয়োগ! জারি বিজ্ঞপ্তি
এক্ষেত্রে ২০২২ সালের মার্চ মাসে পারিবারিক আদালতের তরফ থেকে স্ত্রীকে মাসিক ১০,০০০ টাকা ভরণপোষণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই ওই দম্পতিকে একসঙ্গে থাকতে বলা হয়। তবে স্ত্রী সেই নির্দেশ মানেনি। বরং ভরণপোষণ চেয়ে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতের তরফ থেকে জানানো হয়, স্ত্রী যেহেতু পারিবারিক আদালতের দেওয়া নির্দেশ অনুযায়ী একসঙ্গে থাকেননি ও সেই রায়ের বিরুদ্ধে আপিলও করেননি, তাই তিনি ভরণপোষণ পাওয়ার অধিকারী নন। পরবর্তীতে এই জল গড়ায় সুপ্রিম কোর্ট (Supreme Court) অবধি। এবার এই মামলাতেই বড় নির্দেশ দিল শীর্ষ আদালত।
হাইকোর্টের (Jharkhand High Court) রায় খারিজ করে পারিবারিক আদালতের নির্দেশ পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ, ‘এই নিয়ে (ভরণপোষণ) কোনও চূড়ান্ত নিয়ম প্রযোজ্য নয়। প্রত্যেকটি মামলার পরিস্থিতি ভিন্ন। সেই মতো বিচার করতে হবে’।
সুপ্রিম কোর্ট (Supreme Court) স্পষ্ট জানিয়েছে, একসঙ্গে থাকার নির্দেশ অমান্য করা- এই পরিস্থিতি সেই স্ত্রীকে স্বামীর থেকে ভরণপোষণ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। ২০১৯ সালের ৩ আগস্ট থেকে ভরণপোষণ দিতে হবে। আবেদনের তারিখ থেকে এটি প্রযোজ্য হবে। জানা যাচ্ছে, ভরণপোষণের বকেয়া টাকা তিন কিস্তিতে পরিশোধ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।