করোনা মোকাবিলায় ৫২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করল সুরেশ রায়না, প্রধানমন্ত্রী করলেন প্রশংসা।

এই মুহূর্তে করোনা আতঙ্কে জর্জরিত গোটা দেশ। করোনা আতঙ্কে জর্জরিত হয়ে রয়েছেন অনেকেই। করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে দেশের সরকার। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপর্যয় মোকাবিলা তহবিল খুলেছেন, সেই তহবিলে নিজের নিজের সামর্থ মত দান করেছেন অনেকেই।

এবার করোনা মোকাবিলা তহবিলে মোট 52 লক্ষ টাকা অবদান দিলেন বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। 52 লক্ষ্যের মধ্যে রায়না 31 লক্ষ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর তহবিলে বাকি 21 লক্ষ টাকা তুলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিলে। নিজের এই কাজের কথা রায়না নিজে টুইট করে জানিয়েছেন। রায়না লিখেছেন এই মুহূর্তে দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই সকলের উচিৎ এই দুর্দিনে দেশের সরকার কে সাহায্য করা। সকলেই নিজের সামর্থ মত সাহায্য করুন তবেই এই করোনার বিরুদ্ধে লড়াইয়ের আমরা জিততে পারবো।

25453123f83820d0ae7bc104f383c07dbb7f061a

সুরেশ রায়নার এই উদ্যোগ্যে খুশি হয়ে রায়নার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়না ছাড়াও কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই 50 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন করোনার বিরুদ্ধে লড়াই করতে। এছাড়াও বিসিসিআই এর তরফে 51 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ডে।

Udayan Biswas

সম্পর্কিত খবর