উচ্ছেদ অভিযানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল পুরসভা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহত্তর স্বার্থে অনেক সময় ত্যাগ করতে হয় দলীয় স্বার্থ। কিন্তু এর উদাহরণ ক্রমশ কমতে শুরু করেছে দেশজুড়ে। আগে দেশ পরে দল, এই ক্রম বদলে এখন উল্টো ছবিটাই বেশি দেখা যাচ্ছে রাজনীতিতে। এরই মাঝে গুরুত্বপূর্ণ একটি নজির স্থাপন করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। কার্যত রাজ ধর্ম পালিত হল বললেও হয়তো ভুল বলা হয় না। ঘটনাটি ঘটেছে সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

বীরভূমের সিউড়ি শহরে জল নিকাশি ব্যবস্থা আরও উন্নত করতে ড্রেনের উপর থাকা অবৈধ নির্মাণগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিউড়ি পৌরসভা। শহরের বিভিন্ন জায়গায় নর্দমার উপরে রয়েছে একাধিক দোকান যার জেরে জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন সম্ভব হচ্ছিল না। এদিন বুলডোজার দিয়ে সেই অবৈধ নির্মাণগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা। এই এলাকাতেই ছিল একটি তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের কার্যালয়ও। আইএনটিটিইউসির এই কার্যালয়টিতে নিয়মিত যাতায়াত ছিল দলীয় কর্মীদের। কিন্তু নর্দমার উপরে নির্মিত এই কার্যালয়টিও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় সিউড়ি পুরপ্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ ব্যাপারে কোনো আপত্তি করেননি তৃণমূল কর্মীরা। বরং নোটিশ পাওয়ার পর এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কাজে পুরসভার সঙ্গে হাত লাগিয়েছেন তারাই। বেশ কিছুদিন আগে চিঠি পাওয়ার পর থেকেই আশপাশের সমস্ত দোকান এবং তৃণমূল কার্যালয়ের ভেতরে থাকা জিনিসপত্রগুলি সরিয়ে ফেলা হয়। তারপর আজ ভাঙনের কাজ শুরু হলে এগিয়ে এসে তাতে সাহায্য করেন শাসক দলের কর্মীরাই।

পুরসভার মতে, নর্দমার উপর দোকান গজিয়ে ওঠায় দীর্ঘদিন ধরে পরিষ্কার করা যাচ্ছিল না নর্দমাগুলি। যার জেরে জল নিকাশি ব্যবস্থার রীতিমতো সমস্যা তৈরি হয়েছিল। তবে এবার সেই সমস্যা না থাকায় দ্রুত কাজ শুরু করবেন তারা। যার জেরে অনেকটাই উপকৃত হবে স্থানীয় এলাকার মানুষ।

 

Abhirup Das

সম্পর্কিত খবর