রাজ্যে করোনা আতঙ্কে মানুষের পাশে দাড়ানোর আশ্বাস দিলেন সূর্যকান্ত মিশ্র

করোনা (corona) গ্রাস করেছে সারা বিশ্বকে।চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী।

আর এই পরিস্থিতিতে সিপিআই(এম) জানায় যে “এখন মানুষের পাশে দাঁড়ানো সবথেকে বেশি দরকার। মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই এখন তাদের দলের আসল উদ্দ্যেশ্য। অন্যান্য রাজনৈতিক, সাংগঠনিক বিষয় থাকলেও এই বিষয়েই এখন আমাদের নজর কেন্দ্রীভূত করতে হবে। দল মত নির্বিশেষে সারা দেশ, রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে কীভাবে ঐক্যবদ্ধ ভাবে করোনা প্রতিরোধ করা যায় সেদিকে এখন নজর দিতে হবে”। corona virus 4বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী করোনাভাইরাসের প্রসঙ্গে আমেরিকার  বিদেশমন্ত্রী মাইক পস্ফিও  ফোনের মাধ্যমে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের  সঙ্গে কথা বলেন।আমেরিকাতেও করোনা আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার। অপরদিকে ভারতে এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছেন ১১৪ জন।আর এরমধ্যে এই টালমাটাল পরিস্থিতি।  সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এদিন জানান এন-৯৫ মাস্ক ব্যবহার করা দরকার, যারা মূলুত বাইরে বেশি থাকেন।

অন্যদের অযথা মাস্ক পরার দরকার নেই। য়ার তার পাশাপাশি যাদের চিকিতসা করানোর ক্ষমতা নেই, তাদের বিনা পয়সায় চিকিতসা করানো উচিত। দেশের অর্থনীতি নিয়েও এদিন অনেকে অনেক কথা বলেন। পাশাপাশি গো মূত্র পান করার বিষয়টাও তুলে ধরেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, এদিন তিনি বলেন “অনেকেই  গোমূত্র পান করছেন। আমরা এগুলোর বিরোধী। আমরা এর বিরুদ্ধে প্রচার করবো আর প্রয়োজনে ভুল প্রচারের বিরোধিতা্যোজনে”।

 

ad

সম্পর্কিত খবর