মুম্বাইয়ের রাতের আকাশে ফের সূর্যোদয়! শতরান করার পাশাপাশি ক্রিকেট বিশ্বকে দিলেন বড় বার্তা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েক মাস খুব একটা ভালো ছন্দ ছিলেন না। সেই জন্য তার যথেষ্ট সমালোচনাও হয়েছে। কিন্তু চলতি আইপিএলের (IPL 2023) দ্বিতীয় পর্বের এসে যেন আবার একবার নিজের পরিচিত ছন্দ খুঁজে পেয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দেশের জার্সিতে তিনটি ভিন্ন দেশে তিনটি ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান করা হয়ে গিয়েছিল। আজ আইপিএলের মঞ্চেও নিজের প্রথম শতরানটি পেয়ে গেলেন স্কাই।

দুই দিন আগেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ২ কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সুনীল গাভাস্কার তার অত্যন্ত প্রশংসা করেছিলেন এবং তাকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বলেছিলেন। আজ সূর্য কুমার আরো একবার খাতায়-কলমে প্রমাণ করে দেখালেন যে কেন তাকে সেই তকমা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীরা।

শুধুমাত্র আগ্রাসনের সাথে ব্যাটিং করাটাই শেষ কথা নয়। সূর্য কুমার যাদব ঝুঁকি নিয়ে যেই শটগুলো খেলছেন সেগুলি বিশ্ব ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স ছাড়া আর কোনও ক্রিকেটার নিয়মিতভাবে খেলেছেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেই যায়। যেভাবে তিনি গুড লেংথের বলকে অতি অনায়াসে থার্ডম্যান এর উপর দিয়ে ছক্কা মারছেন তা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অবসর না নেওয়া তারকাদের মধ্যে কতজন করে দেখাতে পারবেন সেই নিয়ে সন্দেহ থেকেই যায়।

surya

আজ অবশ্য সূর্যকুমার যাদব ছাড়া মুম্বাইয়ের বাকি ব্যাটাররাও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। রোহিত শর্মা (২৯) এবং ঈশান কিষান (৩১) পাওয়ার প্লে চলাকালীন ঝোড়ো ব্যাটিং করেছিলেন। এরপর নেহাল ওয়াদেরা (১৫), বিষ্ণু বিনোদও (৩০) আগ্রাসী ব্যাটিং করেছেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত পুরি ওভারে ২১৯ রানের টার্গেট গুজরাটের সামনে তুলে ধরতে পেরেছে মুম্বাই।

আজ প্রশংসা প্রাপ্য রশিদ খানেরও। তিনি অসাধারণ বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। কিন্তু শামি, জোসেফ, মোহিতরা কার্যত খড়-কুটোর মতো উড়ে গিয়েছেন মুম্বাইয়ের ব্যাটিংয়ের আক্রমণের সামনে। সূর্যকুমার যাদব নিজে ১১ টি চার এবং ৬ টি ছক্কা মেরেছেন। রান তাড়া করতে নেমে ৪ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে গুজরাট।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর