বাংলাহান্ট ডেস্ক: একটা গোটা বছর কেটে গেল, তাও সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত্যু রহস্যের কোনো কিনারাই হল না। গত বছর ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। অভিনেতার আকস্মিক মৃত্যুতে তোলপাড় হয়েছিল দেশ। বলিউডকে বয়কট করার ডাক উঠেছিল নেটজনতে। সুশান্ত মৃত্যু রহস্যের তদন্তে নেমেছিল তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
অথচ বেশ কয়েক মাস উত্তেজনা তুঙ্গে থাকলেও বছরের শেষের দিকে একেইবারেই স্তিমিত হয়ে গিয়েছিল সবকিছু। করণ জোহর, সলমন খান, মহেশ ভাট, আলিয়া ভাট, যাদের নিয়ে একসময় ধিক্কার রব উঠেছিল সোশ্যাল মিডিয়ায় তারা কিছুদিন নেটদুনিয়া থেকে দূরে থাকলেও এখন ফের আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে চলে এসেছেন।
সুশান্তের জন্য সঠিক বিচারের দাবিতে আওয়াজ উঠেছিল ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর সুশান্ত’ দিয়ে। এই উদ্যোগের মূল পাণ্ডা ছিলেন অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে ও দিদি শ্বেতা সিং কীর্তি (shweta singh kirti)। বহুবার ভাইয়ের বিচারের দাবিতে সরব হলেও যখন কোনো লাভই হল না, তখন সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে শ্বেতা জানান গোটা জুন মাসটাই পাহাড়ে নিভৃতে কাটাবেন তিনি।
সেই মতো গোটা জুন মাস পাহাড়ে বিনা মোবাইল ফোন ও ইন্টারনেট ছাড়া কাটিয়ে ফিরলেন শ্বেতা। সেই অভিজ্ঞতা এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি একটি ভিডিওর মাধ্যমে। পাহাড়ে একটি ছোট্ট কেবিনেই এই এক মাস কাটিয়েছেন শ্বেতা। সুশান্তের ভাবনার মধ্যে ডুবে তাঁর স্মৃতি আঁকড়েই এতগুলো দিন কাটিয়ে দিয়েছেন শ্বেতা।
https://www.instagram.com/tv/CRVFEM0gSpg/?utm_medium=copy_link
নিভৃতবাসের অভিজ্ঞতা একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। অঙ্কিতা লোখান্ডে কমেন্ট করে লিখেছেন, ‘শ্বেতা দি তোমাকে ফিরে পেয়ে খুশি হলাম’। অনেকেই লিখেছেন এবার সুশান্ত সঠিক বিচার পান এটাই তাদের কাম্য।