শেষমেষ মা কালী কিনা প্রিজন ভ্যানে! কাকদ্বীপের ঘটনার ভিডিও পোস্ট করে পুলিশকে তোপ শুভেন্দুর

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজোর আবহে চাঞ্চল্যকর কাণ্ড কাকদ্বীপ বিধানসভা এলাকায়। গতকাল মঙ্গলবার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপে মা কালীর বিগ্রহ ভাঙচুরের অভিযোগ ওঠে। এদিকে দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে মা কালীর বিগ্রহকেই প্রিজন ভ্যানে তোলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভিডিও প্রকাশ করে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশকে তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)

ঘটনাটি কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের। শুভেন্দুর (Suvendu Adhikari) সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায়, এই গ্রামের পুজো মণ্ডপে গতকাল হানা দেয় দুষ্কৃতীরা। মা কালীর বিগ্রহের মাথা কেটে নেওয়ার অভিযোগ ওঠে! শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ করেছেন, পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু শেষমেশ গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদের সামনে পিছু হটতে বাধ্য হয় তারা। মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ।

Suvendu adhikari accused police for kakdwip legislative assembly kalipujo incident

কী ঘটেছে ঘটনাটা: পোস্টে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালী কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেলো !!! ছিঃ ছিঃ, এই লজ্জা রাখার জায়গা নেই… গতকাল কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জেহাদিরা।’

আরও পড়ুন : শীতের মুখে বাজারে বড় ইলিশ! ভাইদের পাতে তুলে দিতে কেমন খরচ পড়বে?

প্রশাসনকে ধিক্কার দিয়েছেন শুভেন্দু: তিনি আরও লিখেছেন, ‘রাজ্য প্রশাসন যথারিতি তৎপরতার সঙ্গে ঘটনা চাপা দিতে সব রকম প্রয়াস করে। পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে বাধ্য হয় পুলিশ। দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপরমহলে বিড়ম্বনা সৃষ্টি হয়।’

আরও পড়ুন : কালীপুজোয় ৮ কোটি টাকার মদ বিক্রি করে রেকর্ড! কলকাতাকেও ছাপিয়ে গেল বাংলার এই জেলা

এরপরেই সরাসরি পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তীব্র কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘কয়লা মামলায় পাঁচ বার ইডির তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কয়েকশো পুলিশ নিয়ে মা কালীর ভাঙ্গা মূর্তি কে প্রিজন ভ্যানে তুলে নিয়ে পালালো। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াই কে কুর্নিশ জানাই।’ উত্তর চন্দনপুর গ্রামের ঘটনার ভিডিও শেয়ার করে আগেও ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল শুভেন্দুকে। খাস বাংলায় এমন বর্বরোচিত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।