বাংলা হান্ট ডেস্কঃ বাংলার ভোটার তালিকায় বেআইনি অনুপ্রবেশকারীদের নাম তোলা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দোরগোড়ায় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় অস্বাভাবিক হারে জমা পড়ছে নতুন ফর্ম। মাত্র এক সপ্তাহেই জমা পড়েছে ৭০ হাজারের বেশি আবেদন। যেখানে সাধারণত এই সংখ্যা ২০ থেকে ২৫ হাজারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
ডোমিসাইল নিয়ে বিতর্ক, SIR রুখতে চিঠি শুভেন্দুর (Suvendu Adhikari)
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, রাজ্য প্রশাসনের মদতেই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। ২৫ জুলাইয়ের পর ইস্যু হওয়া কোনও ডোমিসাইল সার্টিফিকেট যাতে SIR অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সময় গ্রাহ্য না হয়, সেই মর্মে নির্বাচন কমিশনকে অনুরোধও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। তাঁর বক্তব্য, “দেশজুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি করছে বিজেপি। SIR নিয়েও মানুষকে ভয় দেখানো হচ্ছে। বাংলার মানুষ আজ উদ্বিগ্ন।”
আগামী সপ্তাহেই বাংলায় শুরু হতে পারে SIR
নির্বাচন কমিশন সূত্রের খবর, অগস্টের প্রথম সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হতে পারে বিশেষ সংশোধনী প্রক্রিয়া। যাবতীয় প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে কমিশন। ইতিমধ্যে, শুধু গত এক সপ্তাহেই ৭০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে অনলাইনে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতেই এই প্রবণতা বেশি। অনেকেই শুধু নতুন করে নাম তোলার আবেদনই নয়, ভোটার তালিকায় তাঁদের ঠিকানাও বদলাতে চাইছেন।
আরও পড়ুনঃ কেন গ্রেপ্তার করা হচ্ছে না মিঠুনকে? মিঠুন-রোজভ্যালি চুক্তির নথি প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি কুণালের
এদিকে বাংলায় SIR চালুর সম্ভাবনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তাঁর হুঁশিয়ারি, “বাংলায় যদি একজন ভোটারও বাদ যায়, তাহলে প্রতিবাদ হবে, মিছিল হবে, স্লোগান উঠবে। কমিশনকে ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে।”