বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ বুধবার। আদালতের নির্দেশ অনুযায়ী আজ গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Group-D Candidates) মিছিল। আর এই মিছিলেই একসাথে হাঁটতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে (Kaustav bagchi)। যা নিয়ে রীতিমতো শোরগোল রাজ্যে।
এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচী মতোই শুরু হয় মিছিল। বেলা ১টায় থিয়েটার রোড থেকে শুরু হয়ে ক্যামাক স্ট্রিট হয়ে মিছিল শেষ হবে হাজরাতে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের পাশ দিয়ে যায় মিছিল। মশাল হাতে খালি গায়ে মিছিলে হাঁটতে দেখা যায় চাকরি প্রার্থীদের। উঠতে থাকে স্লোগান।
প্রায় ৪০০ দিন ধরে আমরা আন্দোলন করেও দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রদর্শন করেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে এদিনের মিছিলে ছিলেন কিছু অভিভাবকেও পা মেলাতে দেখা যায়। নিজেদের সন্তানের চাকরির দাবিতে তারাও মিছিলে হাঁটেন।
আরও পড়ুন: কনস্টেবল নিয়োগেও দুর্নীতি! ৮৪১৯ পদে নিয়োগের প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট, তোলপাড় রাজ্যে
অন্যদিকে মিছিলে উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতারাও। কথা মতোই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যকে তোপ দেগে শুভেন্দু বলেন, ” মুখ্যমন্ত্রী স্পেনে ছুটি কাটাতে যান। আর এখানে রাজ্যের ১০টি সংগঠনের ব্যানারে যোগ্য চাকরিপ্রার্থীরা বছরের পর বছর চাকরির দাবিতে রাস্তায় বসে আন্দোলন করে। তাদের নৈতিক সমর্থন জানাতেই মিছিলে অংশ নিয়েছি।”
আরও পড়ুন: পুজোর আগে ফের একটানা দুদিন বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস? কী কারণে এই ছুটি?
অন্যদিকে একই কথা শোনা যায় কৌস্তভের মুখেও। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের মুখপাত্র পদ গিয়েছে কৌস্তভের। অন্যদিকে সকলকে রীতিমতো চমকে দিয়ে কিছুদিন আগেই বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কাজকে প্রশংসায় ভরিয়ে দেন। সেই থেকেই জল্পনার শুরু। এরই মধ্যে আজ আবার একই সাথে দুই বিরোধী দলের নেতা।
যদিও সমস্ত কল্পনা-জল্পনা উড়িয়ে শুভেন্দু বলেন, “আজ বিজেপি হিসেবে নয়, বিরোধী দলনেতা হিসেবে এই মঞ্চে হাজির হয়েছি।” আবার মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কটাক্ষ করে কৌস্তভ বলেন, “চাইলে মুখ্যমন্ত্রীও এই মিছিলে অংশ নিতে পারতেন!”