বাংলাহান্টের কালীপুজোর তৃতীয় বর্ষে শুভেন্দু অধিকারী, সাধুবাদের সঙ্গে দিলেন সৎপথে লড়ার বার্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মা দুর্গা কৈলাসে ফিরতেই মর্ত্যে পা পড়েছে মা কালীর। গত সোমবার, ২০ শে অক্টোবর গোটা দেশে পালিত হয়েছে দীপাবলি তথা কালীপুজো। সেই সঙ্গে বাংলাহান্ট ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেডের তরফেও আয়োজন করা হয়েছিল মা কালীর আরাধনার। আর সেই পুজোতেই আজ বুধবার অংশ নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলাহান্টের পুজোয় এসে প্রতিমা দর্শন করে সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি।

বাংলাহান্টের অফিসের কালীপুজোয় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

এদিন সারাদিনের ব্যস্ত কর্মসূচির মধ্যেও সময় বের করে বাংলাহান্টের অফিসে এসেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ বছর তৃতীয় বর্ষে পা দিল বাংলাহান্টের কালীপুজো। অফিসে এসে প্রতিমা দর্শন করে ভক্তিভরে প্রণাম করেন বিরোধী দলনেতা। শুভেচ্ছা জানান বাংলা হান্টের সমস্ত সদস্যদেরও।

Suvendu adhikari came to bangla hunt office kalipujo

ছবি শেয়ার করেছেন বিরোধী দলনেতা: সোশ্যাল মিডিয়ায় এদিনের কিছু ছবি শেয়ার করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। মা কালীর প্রতিমা প্রণামের পাশাপাশি বাংলাহান্টের সদস্যদের সঙ্গে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সঙ্গে বিরোধী দলনেতা লিখেছেন, ‘আজ নিউটাউনে ‘বাংলা হান্ট’ কর্তৃক আয়োজিত শ্রীশ্রী কালী পুজোয় মাতৃপ্রতিমা দর্শন করলাম। ‘বাংলা হান্ট’-এর দপ্তরে ‘বাংলা হান্ট’ মিডিয়ার সকল সদস্য বৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করলাম।’

 আরও পড়ুন : দুর্নীতি ঠেকাতে, স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ, রাজ্যের রেশন পরিষেবাকে ঢেলে সাজাতে তৎপর খাদ্য দফতর

কী বার্তা দিলেন শুভেন্দু: এই প্রথম বার বাংলাহান্টের কালীপুজোয় এলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টিমের সদস্যদের এই ক্ষুদ্র প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন তিনি। বাংলাহান্ট টিমের সমস্ত সদস্য, যাঁরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এই ময়দানে তাঁদের সততার সঙ্গে লড়াই করার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন : বিপদ আঁচ করেই আগেভাগে সংকেত পাঠাবে AI নির্ভর সিস্টেম! গুরুত্বপূর্ণ প্রকল্পে ৭৭ কোটি খরচ করছে রেল

এর আগেও বাংলাহান্টের প্রশংসা শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। সাংবাদিকতার ময়দানে ভালো কাজ করছে বাংলাহান্ট, সাধুবাদ দিয়েছিলেন তিনি। এবার বাংলাহান্টের কালীপুজোয় তাঁর অংশগ্রহণ, প্রতিমা দর্শন সততা এবং স্বচ্ছতার সঙ্গে সত্য খবর তুলে ধরার খিদে আরও বাড়িয়ে তুলল।