আয় বহির্ভূত সম্পত্তি! এবার দুর্নীতির দায়ে গ্রেফতার অধিকারী পরিবারের ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও তাঁর ঘনিষ্ঠর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়া নিয়ে বর্তমানে বাংলার রাজনীতিতে তুলকালাম কাণ্ড ঘটেছে। আর এরই মধ্যে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তথা কাঁথি পুরসভার সহকারী ইঞ্জিনিয়র দিলীপ বেরার গ্রেফতারি ঘিরে ফের হুলস্থূল কাণ্ড।

আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে দিলীপের বিরুদ্ধে। আর এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করে তদন্তকারী অফিসাররা। এদিন দিলীপকে আদালতে তোলা হয়। বিচারক দিলীপের ১২ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে শ্মশান দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর দিলীপকে সাসপেন্ড করেছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না।

দিলীপের মোট ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৯৪৭ টাকার সম্পত্তির হিসেব পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, ১৯৯৭ সালে কাঁথি পুরসভার কাজে যোগ দিয়েছিলেন দিলীপ। তখন থেকেই তিনি নাকি শুভেন্দুর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সেই সময় অধিকারী পরিবার কাঁথি পুরসভার দায়িত্বে ছিল। আর সেই সময় গোটা অধিকারী পরিবারই তৃণমূলে ছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর