দুর্গাপুজো অবধি বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? রাজ্যপালের কাছে বিরাট আর্জি শুভেন্দুর, সায় মিলল?

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন মিটতেই শিরোনামে ভোট পরবর্তী হিংসা। রবিবার সন্ধ্যায় নির্বাচন পরবর্তী হিংসায় ঘরছাড়াদের সঙ্গে নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানা যাচ্ছে, এই বিষয়ে রাজ্যপালের থেকে সাহায্য প্রার্থনা করেছেন তিনি। ‘শেষ দেখে ছাড়ব’ হুঁশিয়ারি দিয়েছে রাজ্যপাল।

সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) জানিয়েছেন, এখনও অবধি মোট ১০২৫টি অভিযোগ পেয়েছেন তিনি। গতকাল রাজভবনে উপস্থিত হওয়া সকল BJP কর্মীদের কথা শোনেন রাজ্যপাল। এরপর বাংলায় বলেন, ‘হিংসার বিরুদ্ধে লড়ব। একত্রে লড়াই করব। বাংলাকে আমরা হিংসামুক্ত করব। আমি শেষ অবধি লড়াই করব। বাংলার ১০ কোটি ভাইবোনেরা আমার সঙ্গে রয়েছেন। আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবেন। ততক্ষণ অবধি পুলিশমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারবেন না’।

এদিকে ভোট মিটে গেলেও পশ্চিমবঙ্গে এখনও কেন্দ্রীয় বাহিনী (Central Force) রয়েছে। তা সত্ত্বেও কীভাবে হিংসার (Post Poll Violence) ঘটনা ঘটছে? ইতিমধ্যেই দেখা দিয়েছে এই প্রশ্ন। যদিও গতকাল রাজ্যপাল নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের নামে শপথ নিয়ে শেষ অবধি লড়াই করার কথা বলেছেন। সিভি আনন্দ বোস বলেন, ‘রেশন কার্ড ছিনতাইয়ের অভিযোগ এসেছে। ৩,২০০ জন সেফ হোমে রয়েছেন। বারুইপুর, ডায়মন্ড হারবার, বাসন্তী, বসিরহাট, কোচবিহার, ঝাড়গ্রাম, মেদিনীপুরে সেফ তৈরি বানান হয়েছে। প্রায় ১০,০০০ মানুষ গৃহহীন বলে দাবি করেন রাজ্যপাল।

আরও পড়ুনঃ ২৩৯% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, মেটানো হবে বকেয়াও! বিরাট সুখবর দিল সরকার

এদিকে আবার জানা যাচ্ছে, দুর্গাপুজো অবধি যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকে, রাজ্যপালের কাছে সেই আর্জি জানিয়েছেন শুভেন্দু। রাজ্যপাল বোস বলেন, ‘রাজভবনের সকল পুলিশকে বদলি করতে হব। সবাই যেন বুঝতে পারে বিনাশকালে বুদ্ধিনাশ। যদি না বদলাও তাহলে পুর্নঃমূষিক ভব’।

BJP’s Suvendu Adhikari reaction on West Bengal Lok Sabha Election 2024 result

গতকাল রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘রাজ্যপালকে জানিয়েছিল বাংলায় গণতন্ত্রের ৪টি স্তম্ভই আক্রান্ত। ৫ হাজারের বেশি মানুষের রেশন কার্ড নিয়ে নেওয়ায় হয়েছে। এমনকি গবাদি পশু অবধি নিয়ে নেওয়া হয়েছে’। জানা যাচ্ছে, ইতিমধ্যেই গোটা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর