‘মুখ্যমন্ত্রী চোর বাঁচাতে আর দুর্নীতি ঢাকতে ব্যস্ত’, রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনায় কটাক্ষ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ এগরার সেই ভয়াবহ বিস্ফোরণের কথা এখনও ভুলতে পারেনি রাজ্যবাসী। চলে গিয়েছিল বহু প্রাণ। এখনও দগদগে তার স্মৃতি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বাজি কারখানায় বিস্ফোরণ। এগরার (Egra) পর এবার উত্তর ২৪ পরগনা (North 24 parganas)।

রবিবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে (Dattapukur) বাজি কারখানায় বিস্ফোরণ (Blast Fire cracker factory) ঘটে। এখনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত না হলেও বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে অভিযোগ ওই বাজি কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে চলছিল। এই নিয়ে বিক্ষোভও দেখান তারা। এবার এই প্রসঙ্গেই রাজ্যকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঠিক কী বললেন বিজেপি বিধায়ক? এদিন নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রধানমন্ত্রীর মন কি বাতের ১০৪ পর্ব অনুষ্ঠানে এসে বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। বলেন,’ গোটা রাজ্যটাই বেআইনি ভাবে চলছে। বাজি কারখানা গুলো সরিয়ে দেওয়া হবে হাব হবে। মুখ্যমন্ত্রী চোরেদের বাঁচাতে ব্যস্ত আর পুলিশকে দিয়ে বিরোধীদের হেনস্থা করছে।’

আরও পড়ুন: আলিপুরদুয়ারের পর সোনারপুর! ফের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে, মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারও

বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দু বলেন, ‘এগরার বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছিলেন বিস্ফোরণের ১৫ দিন পর হেলিকপ্টারে করে এসেছিলেন। ভানু বাগের শ্রাদ্ধতে এসেছিলেন। বলেছিলেন বাজি হাব তৈরি হবে জেলা শাসকরা জায়গা দেখছিলেন এসব প্রচার ছাড়া কিছুই নয়।
মুখ্যমন্ত্রীর এসব বিষয়ে নজর নেই। তার নজর চোরেদের কিকরে বাঁচানো যায়, পরিবারের লোকেদের দুর্নীতি ঢাকা যায় সেই দিকে।’

ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। দত্তপুকুরের ওই বাজি কারখানা সম্পূর্ণ অবৈধ ভাবে চলছিল বলেও খবর। ওদিকে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: ‘মুসলমান কা বাচ্চা হ্যায়, মারো, ও বড় হয়ে কী করবে…’, ফিরহাদের কথায় তোলপাড়

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানাটি চলছিল। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাঁদের কাছে ক্ষোভপ্রকাশ করতে থাকেন। ঘিরে ধরে চলতে থাকে স্লোগান।

bombing

স্থানীয়দের অভিযোগ, বহুদিন থেকেই সম্পূর্ণ বেআইনি ভাবে এই বাজি কারখানাটি চলছিল। এই নিয়ে একাধিকবার প্রশাসনকেও জানানো হয়। তবে কোনও সুরাহা হয়নি। এরপর এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই স্থানীয়রা তাদের দেখে ক্ষোভে ফেটে পড়ে। পুলিশদের ঘিরে স্লোগান চলতে থাকে।

প্রসঙ্গত, গত ১৬ মে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল অন্তত ৯ জনের। সেই ঘটনার কিছুদিনের মাথায় বজবজেও বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসবের রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনায় ভয়ে কাঁটা রাজ্যের মানুষ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর