‘এটা খাবেনা’, সন্দেশখালির স্টিং নিয়ে প্রথমবার মুখ খুললেন শুভেন্দু! পাল্টা তোপ তৃণমূলকে

বাংলা হান্ট ডেস্ক : শনিবার সামনে এসেছে সন্দেশখালি স্টিং অপারেশনের (Sandeshkhali Sting Operation) ভিডিও। আর সেটিকে কাঁচা চিত্রনাট্য বলেই দাবী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর এই চক্রান্তের মুল হোতা হিসেবে আক্রমণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভিডিওটি সামনে আসতেই আরো একবার তোলপাড় রাজ্য রাজনীতিতে।

সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিও নিয়ে বেশ জলঘোলা চলছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্টিং ক্যামেরাতে তোলা হয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলছেন, ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে যে সমস্ত ধর্ষণের অভিযোগ ওঠে সেগুলো আসলে নাকি ‘সাজানো’ ঘটনা ছিল! টাকার বিনিময়ে শাহজাহান এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য দিয়েছিলেন মহিলারা। আর এই সমস্তটাই নাকি এসেছে শুভেন্দুর মাথা থেকে, ভিডিওতে তেমনই শোনা যাচ্ছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবারই জানিয়ে দেন, ওই ভিডিও আসলে সাজানো, সেখানে কোনো সত্যতা নেই এবং পুরোটা তৃণমূলের চক্রান্ত। রবিবারই এক সভায় প্রচারে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। ওখানে ১০ বছর ধরে আপনার লোকেরা মাঝরাতে মহিলাদের ডেকে তাঁদের সঙ্গে কী করেছে, গোটা দেশের লোক জেনেছে। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। কোথায় এটাকে নিয়ে যাই দেখবেন শুধু। ভাইপো বলেছে, আমাকে জেলে ঢোকাবে। আমি তো বলেছি, কয়লা ভাইপো জেলে যাবে।’’

আরও পড়ুন:‘আঁচলটা ওরকম ভাবে সরিয়ে…’, ফের চাঁচাছোলা মমতা, নাম না করেই তোপ স্বস্তিকাকেও

সভার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী, তিনি বলেন যাকে দিয়ে স্টিং অপারেশন করানো হয়েছে তার পোর্টালের উদ্বোধনে খোদ মুখ্যমন্ত্রী হাজির হন। এর সাথে ছিল আইপ্যাক আর বসিরহাটের এসপি মেহেদি হাসান। সমস্ত কিছু তথ্যই আমাদের কাছে এসেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই CBI কে লিখেছে গঙ্গাধার কয়াল। তারা দুইদিনের মধ্যে ব্যবস্থা না করলে কয়াল উচ্চ আদালতে যাবে।

আরও পড়ুন:নুপূর শর্মা সহ একাধিক হিন্দুত্ববাদীকে হত্যার ছক! গ্রেফতার মৌলবীর মোবাইলে বিরাট রহস্য

বিজেপি পুরো ভিডিওকে ‘ভুয়ো’ এবং ‘বিকৃত’ অ্যাখা দিয়েছে। তারা সেই নিয়ে CBI তদন্ত চেয়েছে। উল্লেখ্য, গঙ্গাধর কয়াল ইতিমধ্যেই দ্বারস্থ হয়েছেন CBI এর। শনিবার শুভেন্দু বলেন, ‘‘সন্দেশখালির মুখ পীড়িত মহিলারা। ৩৮৯টি অভিযোগ হয়েছে। কিছু পুলিশের কাছে জমা পড়েছে। পরে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বেও অভিযোগ জমা পড়েছে। তৃণমূল দাবি করেছে, ২৩৯টি জমি ফেরত দিয়েছে। পুলিশ নিজে তিনটি ধর্ষণ, হেনস্থার এফআইআর ট্রিট করেছে। সব কি মিথ্যা?’’ এছাড়া অভিষেককে নিশানা করে বলেন, “শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। পরের বার এটা মনে রাখবেন কয়লা ভাইপো।’’


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর