বড় খবরঃ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ আচমকাই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের ডিসেম্বর মাসে তৃণমূলের সমস্ত পদ ছেড়ে মেদিনীপুরের মাঠ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার আগেই ওনাকে Z ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। বিজেপিতে যোগ দেওয়ার পরেও ওনাকে গুরু দায়িত্ব দেওয়া হয়। গত ৮ জানুয়ারি শুভেন্দু অধিকারীকে জুট কর্পোরেশনে চেয়ারম্যান করা হয়েছিল।

suvendu amit shah 752

এবার সেই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্র বস্ত্র মন্ত্রকের অধীনে থাকা জুট কর্পোরেশনে তিন বছরের জন্য চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দুবাবু। কিন্তু আচমকাই তিনি এই পদ থেকে ইস্তফা দিয়ে দেন। বলে রাখি, এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদের সমান সম্মান বহন করে।

308945 suvendu resing

তবে কি কারণে শুভেন্দু অধিকারী এই পদ থেকে ইস্তফা দিয়েছেন, সেটা এখনও জানা সম্ভব হয়নি। বিজেপির মহাসচিব বিজয়বর্গীয় জানিয়েছেন, দলের কাজে অনেক ব্যস্ত শুভেন্দু অধিকারী। তিনি এই দায়িত্ব আপাতত সামলাতে পারছেন না বলেই ইস্তফা দিয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর