মমতার স্পেন সফরের খরচ কত? জানতে চেয়ে RTI করলেন শুভেন্দু! দিলেন হুঁশিয়ারিও

বাংলা হান্ট ডেস্ক: এবার মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের খরচ জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে চিঠি দিলেন বিরোধী দলনেতা। চিঠি দিয়েছেন শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগকেও।

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তার প্রতিলিপি দিয়ে ব্যাখ্যা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) পশ্চিমবঙ্গে “শিল্পায়নের” লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর থেকে ১১ দিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহি ও স্পেন (Spain) সফরে গিয়েছেন। ওনার এই সফর নিয়ে পশ্চিমবঙ্গের জনগণের মনে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথমত, ওনার সফরসঙ্গীরা কারা এবং কোন পদাধিকার বলে ওনারা এই সফরে সঙ্গী হয়েছেন? কিছু বিশেষ ব্যক্তির একাধিক পরিচয় থাকায়, পশ্চিমবঙ্গের জনগণের মনের মধ্যে ধন্দের সৃষ্টি হয়েছে যে এই সফরে ওনারা ঠিক কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং কী বিশেষ যোগদান রাখলেন?’

শুভেন্দু আরও লিখেছেন, ‘দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রী প্রায় সব জায়গাতেই গত বেশ কয়েক বছর ধরে বলে আসছেন যে তার সরকারের কাছে অর্থ নেই, যে কারণে তিনি সরকারি কর্মচারীদের ন্যায্য মহার্ঘ ভাতাটুকুও (DA) দিতে পারছেন না, এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর এই ১১ দিনের বিদেশ সফরের খরচের পরিমাণ কত? মুখ্যমন্ত্রীর (Chief Minister) সফরসঙ্গীদের ওপর কত ব্যয় করা হয়েছে সরকারি কোষাগার থেকে? কোন কোন খাতে খরচ করা হয়েছে? ইত্যাদি। তৃতীয়ত, এই সফরে কত টাকা খরচ করা হল এবং সেই থেকে রাজ্যের ভাগ্যে কী লাভ হল তার মূল্যায়ন করার অধিকার নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জনগণের রয়েছে।’

এরপরই শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘রাজ্যের দায়িত্বশীল বিরোধী দলনেতা (Opposition Leader) হিসেবে আমি তথ্য জানার অধিকার আইন ২০০৫-এর ৬ নং ধারা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের কাছে এই তথ্যগুলি জানতে চেয়েছি, যার প্রতিলিপি এখানে দিলাম।’

mamata suvendu

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে প্রথম থেকেই একাধিক দাবি করে এসেছে বিজেপি। বেশ কয়েকটি সভায় শুভেন্দু দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর স্পেন সফরে সরকারিভাবে ২০ কোটি কোটি টাকারও বেশি খরচ হয়েছে। এদিন বিরোধী দলনেতা বলেন, ‘আমি নিয়মমাফিক তথ্যের অধিকার আইনে তথ্য চেয়েছি সরকারের থেকে। এই ব্যাপারে নবান্ন (Nabanna) থেকে সহযোগিতা না পেলে জনস্বার্থ মামলা দায়ের করব।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর