অভিষেককে অডিও ক্লিপ প্রকাশ করার চ্যালেঞ্জ শুভেন্দুর! বললেন নকল করলেই …

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়লা পাচার মামলায় বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক রয়েছে বলেই গুরুতর অভিযোগ সামনে আনেন তিনি আর এবার অভিষেককে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা।

এদিন অভিষেককে উদ্দেশ্য করে শুভেন্দুর পাল্টা প্রশ্ন, “সুদীপ্ত সেনের চিঠি যেমন নকল ছিল, তেমন অডিও ক্লিপটিও আমার গলা নকল করে বানানো হয়নি তো?” যদিও আবার অপরদিকে শুভেন্দুকে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। ফলে সব মিলিয়ে বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি।

গতকাল কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে অভিষেক বলেন, “৬ থেকে ৭ মাস আগে কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রর সঙ্গে কথা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। একজন সাংবাদিকের কাছে সেই সংক্রান্ত একটি ক্লিপ রয়েছে। সময় এলে আমি আদালতে তা জমা করব।” এরপরেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “যদি আমার দাবি মিথ্যা হয়, তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন শুভেন্দু।”

অবশেষে এদিন অভিষেককে তুমুল কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বীরভূমের একটি সভা থেকে তাঁর দাবি, “আমার ফোন থেকে এ সকল চোরেদের সাথে যদি কথা হয়ে থাকে, তাহলে তা প্রমাণ করুন।” তিনি বলেন, “যদি অডিও ক্লিপটি আপনার কাছে থাকে, তাহলে প্রকাশ করুন। সিপিএমকে উৎখাত করার পাশাপাশি ভবিষ্যতে আমি পিসি আর আপনাকেও উৎখাত করতে চলেছি। তবে যদি অডিও ক্লিপটি আপনি প্রকাশ না করতে পারেন, তাহলে মনে করা হবে, সুদীপ্ত সেনের চিঠি যেমন নকল ছিল, ঠিক তেমনভাবে অডিও ক্লিপেও আমার গলা নকল করা হয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে উঠে আসে বিনয় মিশ্রের নাম। এক্ষেত্রে অতীতে বিনয়ের সঙ্গে অভিষেকের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তবে এর মাঝে গতকাল পাল্টা বিনয়ের সঙ্গে শুভেন্দুর যোগসূত্র থাকার অভিযোগ সামনে আনেন অভিষেক। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি।

Untitled design 2022 07 01T145148.999

এদিন অবশেষে তাঁর সেই বক্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু। তবে আবার অপরদিকে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “অতীতের শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলতো আর এখন নিজের মোবাইল নম্বর দেখাতে বাধ্য হচ্ছে। যদি ওনার সাথে বিনয় মিশ্রের কথা না হয়ে থাকে, তাহলে অস্বীকার করলেন না কেন?”


Sayan Das

সম্পর্কিত খবর