বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতেই একের পর এক বিতর্কে সরগরম রাজ্যের রাজনীতিতে। এবার বিএলওদের নিয়ে শুরু হল নতুন বিতর্ক। বিজেপির পক্ষ থেকে মোট ৬৫টি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা সংশোধনের সময় নিয়ম ভাঙা হচ্ছে। অনেক এলাকায় বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট জায়গায় বসে ভোটারদের ফর্ম দিচ্ছেন। এমনকি, বিজেপির বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২)দের ছাড়াই ফর্ম বিলি করা হচ্ছে।
কী অভিযোগ জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)?
শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, অনেক এলাকায় দেখা গিয়েছে বিএলওরা স্থানীয় ক্লাব বা কাউন্সিলরের সঙ্গে বসে এনুমারেশন ফর্ম বিতরণ করছেন। দলীয় বিএলএ-২দের (Booth Level Agent) উপস্থিতি ছাড়াই ফর্ম বিলি হচ্ছে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “বিজেপির বিএলএ-২দের ছাড়া ফর্ম বিলি হচ্ছে। অনেকে বাড়ি বাড়ি যাচ্ছেন না, নির্দিষ্ট জায়গায় বসেই ফর্ম দিচ্ছেন। কোথাও আবার ক্লাবে বসে কাউন্সিলরের উপস্থিতিতে ফর্ম ফিল-আপ করা হচ্ছে।”
বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ
শুভেন্দু (Suvendu Adhikari) আরও জানিয়েছেন, শুধু ফর্ম বিলি নয়, বিজেপির বিএলএদের উপর হামলার ঘটনাও ঘটছে বিভিন্ন জেলায়। তাঁর অভিযোগ, “বিজেপির বিএলএ-২দের মারা হচ্ছে। আমরা কমিশনের কাছে ৬৫টি অভিযোগ তুলে ধরেছি। এমনকি যেখানে আমরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি, সেখানেও সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
শুভেন্দু আরও জানান, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় বিজেপি ইতিমধ্যে প্রায় ৫০ হাজার বিএলএর কাগজপত্র কমিশনে জমা দিয়েছে। এর মধ্যে ৪২ হাজার আই-কার্ড দল পেয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৪৩ হাজার, সিপিআইএম ৩০ হাজার, এবং কংগ্রেস ৯ হাজার কার্ড পেয়েছে।

আরও পড়ুনঃ ‘ট্রেজারি বেঞ্চ’ নয়, শীতকালীন অধিবেশনে কোথায় বসবেন ‘সাসপেন্ড’ পার্থ? বিধানসভায় জল্পনা তুঙ্গে
এই সমস্ত অভিযোগের পর এখন নজর নির্বাচন কমিশনের দিকে। কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার। তবে শুভেন্দুর (Suvendu Adhikari) এই অভিযোগে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ বেড়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে।












