‘আমাকে জেলে ঢোকানোর চেষ্টায় রাজ্যের খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা..’, বোমা ফাটালেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সংঘাত, বিবাদ রোজই লেগে রয়েছে। নিত্যদিন কোনও না কোনও ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠেন নন্দীগ্রাম বিধায়ক। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক দাবি করে শোরগোল ফেলে দিলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাঞ্চল্যকর দাবি করে শুভেন্দু বলেন, ”আমাদের দেশের চন্দ্রযান চাঁদে পাঠাতে ভারত সরকারের ৬১৫ কোটি টাকা খরচ হয়েছে। আর আমাকে জেলে ঢোকানোর প্রচেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার (State Government) এ পর্যন্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মিলিয়ে মোট ২৯৫ কোটি টাকা খরচ করেছে।”

আর শুভেন্দুর এই দাবি ঘিরেই শোরগোল রাজ্য জুড়ে। তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন তার বিরুদ্ধে পুলিশের FIR ছিল মাত্র ১টি। এরপরই কাটে তাল। দেখা যায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই সেই FIR সংখ্যা লম্বা লাফ হয়ে যায় ২৭। এই ইস্যু টেনেই রাজ্য সরকারকে তুলোধোনা শুভেন্দুর।

আরও পড়ুন: ‘গ্রেফতার করব না, শুধু…’, অভিষেকের হাজিরার আগে জানাল ED

শুভেন্দুর বিরুদ্ধে রাজ্যের করা গুচ্ছ গুচ্ছ FIR নিয়ে বহুবার সময়ে আদালতের প্রশ্নের মুখেও পড়েছে রাজ্য সরকার। এই নিয়ে হাইকোর্টেও যান বিরোধী দলনেতা। যদিও পাল্টা চ্যালেঞ্জ করে রাজ্য সরকারও আইনি লড়াই চালাচ্ছে। যার জেরে কোটি কোটি টাকা খরচা হচ্ছে বলে দাবি শুভেন্দু সহ পদ্ম শিবিরের।

suvendu tmc flag

আরও পড়ুন: ‘এই’ সময়ের মধ্যেই করতে হবে ফলপ্রকাশ! গ্রুপ-ডি নিয়ে বড় আপডেট, মুখে হাসি চাকরিপ্রার্থীদের

মঙ্গলবার এই নিয়েই বিস্ফোরণ ঘটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, চন্দ্রযান চাঁদের মাটিতে পাঠাতে ভারত সরকারের খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা। আর সেখানে পশ্চিমবঙ্গ সরকার তার প্রায় অর্ধেক টাকা শুধুমাত্র তাকে মিথ্যে মামলায় জড়িয়ে জেলে ঢোকাতে খরচ করেছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X