বাংলা হান্ট ডেস্কঃ গত এক বছরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বনাম তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। গত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করেন শুভেন্দু। এরপর থেকেই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে আর এবার শুভেন্দুর নজরে উঠে এলো বাংলার সরকারি স্কুলগুলিতে ‘বিশ্ব বাংলার লোগো’ ব্যবহার প্রসঙ্গ। কেন্দ্রের টাকায় কেন বিশ্ব বাংলা লোগো দেওয়া হবে, সে প্রসঙ্গে প্রশ্ন তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নালিশ জানালেন বিরোধী দলনেতা। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তুললেন ‘কাটমানি’ নেওয়ার অভিযোগ।
অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’ এবং ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পগুলিতে রাজ্য দ্বারা নিজের নাম ব্যবহার এবং বেনিয়ম প্রসঙ্গে চিঠি লিখে নালিশ জানান শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যের সকল সরকারি স্কুলগুলির পোশাকে ‘বিশ্ব বাংলার লোগো’ কেন ব্যবহার করা হচ্ছে, সেই প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধানের হাতে স্কুল ইউনিফর্মের নমুনা এবং অন্যান্য একাধিক প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন বিজেপি নেতা। একই সঙ্গে তাঁর দাবি, “কেন্দ্র থেকে রাজ্যকে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস প্রকল্পের অধীনে ৪০০ কোটি টাকা দেওয়া হলেও সেগুলি কাটমানিতে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার। আমার আবেদন, এগুলি যেন অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া যায়।”
শুভেন্দু অধিকারী বলেন, “শিক্ষা ক্ষেত্রে কাটমানি নেওয়া থেকে শুরু করে অন্যান্য একাধিক দুর্নীতি হচ্ছে। কেন্দ্র থেকে অনুদান দেওয়া হলেও ছাত্র-ছাত্রীদের অত্যন্ত নিম্নমানের স্কুল পোশাক দিচ্ছে সরকার। তাই আমার আবেদন, কেন্দ্র যাতে সরকারকে টাকা না দিয়ে সরাসরি অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্রদান করে। এই ব্যবস্থা যদি শুরু করা যায়, তবে পড়ুয়াদের লাভ হওয়ার পাশাপাশি সরকারের দুর্নীতি বন্ধ করা যাবে।”
Glad to meet Hon'ble Union Education Minister; Shri @dpradhanbjp Ji.
I apprised him about WB Govt's cheap stunt of putting the Bishwa Bangla logo on the uniforms of school children, bought (after setting aside cut money) with the Rs 400 crores Central Education Dept's SSS grants. pic.twitter.com/YxlAoVS2c0— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) August 18, 2022
সম্প্রতি নরেন্দ্র মোদীকে চিঠি লিখে শুভেন্দু অধিকারী জানান, “প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং গ্রাম সড়ক যোজনার নাম পরিবর্তন করে ‘বাংলা’ নামটি যোগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। একইসঙ্গে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা থেকে খাদ্যসাথী এবং জল যোজনা থেকে হয়েছে জল স্বপ্ন! এভাবে পশ্চিমবঙ্গ সরকার যোজনার মাধ্যমে দুর্নীতি করে চলেছে।” আর এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রীয় অনুদান প্রসঙ্গে গুরুতর অভিযোগ করে বসলেন শুভেন্দু অধিকারী।