পার্কস্ট্রিট-কামদুনি থেকে দুর্গাপুর, বিজেপি এলেই রিওপেন হবে সব মামলা, হুঁশিয়ারি শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari vows to reopen Park Street and Kamduni rape cases if BJP comes to power

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুর থেকে বড় প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন কালীপুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে তিনি বলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে পার্কস্ট্রিট থেকে কামদুনি প্রতিটি নারী নির্যাতন মামলার ফাইল ফের খোলা হবে। তিনি সাফ বলেন, “ধর্ষকরা যেখানেই থাকুক, খুঁজে বের করে ফাঁসিতে ঝোলানো হবে।”

তৃণমূলের ঘনিষ্ঠদের বাঁচাচ্ছে রাজ্য সরকার, অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)

শুভেন্দু (Suvendu Adhikari) অভিযোগ জানিয়ে বলেন, রাজ্য সরকারের কাজ ছিল হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে ১৬৪-এর গল্প ফেঁদে গণধর্ষণকে ধর্ষণ বলে দেখানো। কারণ, অভিযুক্তরা তৃণমূলের ঘনিষ্ঠ।”
তিনি আরও বলেন, “এক অভিযুক্ত দুর্গাপুর পৌরনিগমের অস্থায়ী কর্মচারী। ও এবং ওর বাবা তৃণমূলের পদাধিকারীও বটে।”

শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্যে ফের উত্তাল রাজনৈতিক মহল। শুভেন্দুর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে কোনও বাড়ি সুরক্ষিত নয়। এপ্রিল মাসে নতুন সরকার তৈরি হতে চলেছে। বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা প্রত্যেকটা নারী ঘটনার বিচার করব।”

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর-কাণ্ডের মূল অভিযুক্তের বাড়ি দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। এলাকার কাউন্সিলর এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে এলাকার কিছু বাসিন্দা জানান, অভিযুক্ত তৃণমূলের দলীয় অনুষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করতেন। যদিও নেতৃত্বে ছিলেন না, কর্মী হিসেবেই যুক্ত ছিলেন।

অভিযুক্তের পৌরসভার সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খোলেন দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী। তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। যে দোষী তার সাজা চাইছি।”তবে তিনি স্পষ্ট করে জানান, “বিদ্যুৎ দপ্তরে যে ঠিকাদার সংস্থা কাজ করে, অভিযুক্ত সেখানে কর্মী ছিলেন। পুরসভার সঙ্গে সরাসরি যুক্ত নন।”

Suvendu Adhikari vows to reopen Park Street and Kamduni rape cases if BJP comes to power

আরও পড়ুনঃ বাংলায় অনুপ্রবেশকারীদের ‘লাল গালিচা’ পাতা, মমতার সরকারকে সরাসরি নিশানা অমিত শাহর

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট বলেছেন যে, “কামদুনি, পার্কস্ট্রিট থেকে দুর্গাপুর, কোনও নারী নির্যাতনের বিচার বন্ধ থাকবে না।” এদিন শুভেন্দু সরাসরি মমতার সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তৃণমূলের ঘনিষ্ঠ বলেই অভিযুক্তরা রক্ষা পাচ্ছে। তবে শুভেন্দুর এই মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।