বিয়ের পিঁড়িতে স্বপ্না চৌধুরী! দেখে নিন তাঁর স্বপ্নের পুরুষকে

বাংলাহান্ট ডেস্ক: স্বপ্না চৌধুরীকে চেনেন না এমন মানুষ সম্ভবত খুবই কম আছেন। বিগ বসের দৌলতে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। স্বপ্নার নাচ ও গান হরিয়ানা ছেড়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তিনি মঞ্চে উঠলেই হাততালির ধুম পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও স্বপ্নার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।

উত্তর ভারতের সেনসেশন স্বপ্না। তাঁর নাচে পারদর্শিতার কথা আর কারওরই জানতে বাকি নেই। নিজের নাচের সম্মোহনী শক্তির কথা খুব ভালভাবেই জানেন স্বপ্না। তাঁর একটা চাউনিতে কাত হয়ে যায় হাজারো পুরুষ। সোশ্যাল মিডিয়ায় একইরকম জনপ্রিয় স্বপ্না। এহেন স্বপ্না চৌধুরী আদতেই বহু পুরুষের আকাঙ্খার নারী। কিন্তু সম্প্রতি এমন একটি খবর পাওয়া গিয়েছে যা শুনে বহু মানুষের মন ভেঙে গিয়েছে।

wp4013699

খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্বপ্না চৌধুরী। এমনটাই শোনা যাচ্ছে, সূত্র মারফত। শুধু তাই নয়, বাগদানও নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি। তবে এই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। এমনকি কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি সেকথাও সঠিক করে জানা যায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে, হরিয়ানা নিবাসী বীর সাহুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। কিন্তু এই বিষয়ে বীর সাহু বা স্বপ্না চৌধুরী কেউই কিছু বলেননি।

WhatsApp Image 2020 03 06 at 16.55.06

প্রসঙ্গত, মাঝে মাঝেই নানান নাচের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তুমুল ভাইরাল হয় সেই সব ভিডিও। বিগ বসের ১১ তম সিজনের প্রতিযোগীও ছিলেন স্বপ্না। এই রিয়েলিটি শোয়ের পর থেকেই হু হু করে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা মিলতে থাকে তাঁর নাচের অনুষ্ঠানের ভিডিয়োর।

Niranjana Nag

সম্পর্কিত খবর