খোলা পিঠে লেখা ‘দেশি কুইন’, ট‍্যাটুর ছবি শেয়ার করলেন স্বপ্না

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্বপ্না চৌধুরীকে (swapna chowdhury) চেনেন না এমন মানুষ সম্ভবত খুবই কম আছেন। বিগ বসের দৌলতে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। স্বপ্নার নাচ ও গান হরিয়ানা ছেড়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তিনি মঞ্চে উঠলেই হাততালির ধুম পড়ে যায়।


উত্তর ভারতের সেনসেশন স্বপ্না। তাঁর নাচে পারদর্শিতার কথা আর কারওরই জানতে বাকি নেই। নিজের নাচের সম্মোহনী শক্তির কথা খুব ভালভাবেই জানেন স্বপ্না। তাই তো কোনও বাহারি জমকালো পোশাক নয়, নেহাতই সাধারন সালোয়ার কামিজেই মঞ্চে উঠে পড়েন তিনি। তাঁর প্রতিটা পারফরম‍্যান্স  প্রমাণ করে দেয় মঞ্চ মাতানোর জন্য জমকালো পোশাকের বাহারের প্রয়োজন হয় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় তাঁর নাচ। স্বপ্নার জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে।

https://www.instagram.com/p/CAkax5xlYCW/?igshid=1lelic5xuakat

https://www.instagram.com/p/B9JvuC4lMr9/?igshid=1to570y9kq8t3

সম্প্রতি একটি নতুন ছবি ভাইরাল হয়েছে স্বপ্নার। সেখানে দেখা গিয়েছে পিঠে ট‍্যাটু করিয়েছেন তিনি। ‘দেশি কুইন’ ট‍্যাটু করিয়েছেন স্বপ্না। ছবি প্রকাশ‍্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অনেকেই মন্তব‍্য করেছেন, ‘দেশি কুইন’ কথাটি সত‍্যিই স্বপ্নাকে মানায়।

https://www.instagram.com/p/B-ju3WKlG9Z/?igshid=5oyufom6p5sm

https://www.instagram.com/p/B96LaSPljuM/?igshid=1g26267jx9isv

প্রসঙ্গত, সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে মহিলা পুলিসকর্মীদের সঙ্গে বসে সবজি কাটছেন, পুরি তৈরি করছেন স্বপ্না। জানা গিয়েছে এই ভিডিওটি দিল্লির নজফগড় থানার। সেখানকার মহিলা পুলিসকর্মীরা প্রতিদিন খাবার তৈরি করছেন অসহায় মানুষ ও ডিউটিরত পুলিসকর্মীদের জন‍্য।

https://www.instagram.com/p/CASY0uMF7rV/?igshid=j62mgote8kr8

https://www.instagram.com/p/CADKQ8RFEMr/?igshid=r1nlqcf43gcw

তাদের এই মহান কাজে এবার হাত লাগিয়েছেন স্বপ্নাও। সকলের সঙ্গে মাটিতে বসে পুরি বেললেন তিনি। ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। নেটিজেনরা ধন‍্য ধন‍্য করছেন স্বপ্নাকে। এছাড়াও নিয়মিত করোনা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করছেন গায়িকা। পাশাপাশি করোনা মোকাবিলার জন‍্য অর্থ সংগ্রহের কাজও শুরু করেছেন তিনি।

সম্পর্কিত খবর

X