নমাজ পড়ার সময় ‘জয় শ্রী রাম’ ধ্বনি! ক্ষোভ উগরে স্বরা লিখলেন, ‘হিন্দু হওয়ায় লজ্জিত’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে বিতর্কিত অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই নাম আসবে স্বরা ভাস্করের (swara bhaskar)। নিজের অভিনয় দক্ষতার জন‍্য যতটা না, তার থেকে বেশি বিভিন্ন রাজনৈতিক ইস‍্যু নিয়ে মন্তব‍্য করে চর্চাম উঠে আসেন তিনি। অতীতে জেএনইউ, জামিয়া মিলিয়া, করোনা আবহে নিজামুদ্দিনে জমায়েত এবং হালফিলে আফগানিস্তানে তালিবানি শাসনকে ভারতে হিন্দুত্ববাদীদের সঙ্গে তুলনা করে নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন স্বরা।

এবার নিজেকে হিন্দু হওয়ার জন‍্য লজ্জিত বলে দাবি করে ফের সমালোচিত হলেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে ঘটনাটা? শুক্রবার গুরুগ্রামে নমাজ পাঠরত কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষদের সামনে জটলা করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়ার অভিযোগ উঠে। ঘটনায় চাঞ্চল‍্য ছড়ায় এলাকায়। পুলিস নামাতে হয় ঘটনাস্থলে।


এই ঘটনার প্রসঙ্গেই টুইট করে স্বরা লেখেন, ‘একজন হিন্দু হিসেবে আমি লজ্জিত’। সঙ্গে ঘটনাস্থলের একটি ভিডিও জুড়ে দিয়েছেন অভিনেত্রী। স্বরার টুইটটি ভাইরাল হতে সময় নেয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে ট্রোল করার জন‍্য ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনদের একাংশ।

একজন প্রশ্ন করেছেন, ‘এই টুইটটা করে কত টাকা পেলেন?’ আরেকজন পরামর্শ দিয়েছেন, এতই যখন লজ্জা হচ্ছে তখন ধর্মান্তরিত হয়ে যান। অনেকে আবার স্বরা অভিনীত ‘ভীরে দি ওয়েডিং’ ছবির একটি ছবিও শেয়ার করে কটাক্ষ করেছেন তাঁকে। ছবিতে বিকিনি পরে দেখা গিয়েছে তাঁকে। ছবিটি শেয়ার করে জনৈক নেটনাগরিকের বক্তব‍্য, ‘হিন্দু হয়ে এই ধরনের ছবি তুলতে লজ্জা লাগে না?’

এর আগে আরিয়ান খানকে সমর্থন করতে গিয়ে দেশের আইনের উদ্দেশে তীব্র কটাক্ষ ছুঁড়ে টুইট করেছিলেন স্বরা। একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, সেখানে এক ব‍্যক্তিকে হাতে চরস নিয়ে দেখা যাচ্ছে। সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার সামনে তিনি দাবি করছেন লক্ষাধিক টাকার মাদক রয়েছে তার হাতে। নিজেই টাকা খরচ করে এই মাদক কিনেছেন তিনি। হরিদ্বার নিয়ে গিয়েছেন তিনি এই পরিমাণ চরস।

ভিডিওটি শেয়ার করে হ‍্যাশট‍্যাগে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো লিখেছেন স্বরা। বিজেপি বিরোধী রাজনৈতিক মনোভাবের জন‍্য পরিচিত তিনি। ধর্মকে টেনে এনে মন্তব‍্যের জন‍্য বহুবার সমালোচিত হয়েছেন স্বরা। এবারেও তার ব‍্যতিক্রম হয়নি। এক ব‍্যক্তি লিখেছেন, পাকিস্তানের পরে স্বরাই আছেন যিনি সকলের এত ঘৃণা পান। আবার আরেকজনের কটাক্ষ ভুয়ো খবর ছড়ানোতে জুড়ি নেই স্বরার।

সম্পর্কিত খবর

X