‘তখন প্রেগন্যান্ট ছিলাম…’, বিচ্ছেদের ২৩ বছর পর কোন রহস্য উন্মোচন করলেন স্বস্তিকা?

বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ার (Tollywood) গসিপ কুইন বললে যে নামটা সবার আগে মাথায় আসবে তা হল স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay)। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, কর্মজীবন সবকিছু নিয়েই বরাবর অকপট অভিনেত্রী। দীর্ঘ কেরিয়ারে বিতর্ক কোনোদিনই অভিনেত্রীর (Actress) পিছু ছাড়েনি। আর এখন তো টলিউডের গণ্ডি পেরিয়ে আরব সাগর পারেও পরিচিত নাম স্বস্তিকা (Swastika)।

পাশাপাশি বিতর্কে জড়িয়েছেন ব্যক্তিগত জীবনেও। কখনও নায়ক তো কখনও কোনও নামী পরিচলকের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন ডানা মেলেছে। কেরিয়ারের শুরুতে ১৯৯৮ সালে জনপ্রিয় গায়ক রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সাথে গাঁটছড়া বাঁধেন স্বস্তিকা। যদিও খুব বেশিদিন এই সম্পর্ক টেকেনি।

জানা যায়, তখন সবে ১৮ বছর বয়স ছিল। বাবা-মা পছন্দ করেই নায়িকার বিয়ে দিয়েছিলেন। মতের অমিল হতেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। এরপর মাঝে কেটে গেছে ২৩টা বছর। তবে অনেকেই হয়ত জানেননা যে, স্বস্তিকা-প্রমিতের ডিভোর্সের মামলা এখনও আদালতেই রয়েছে। এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী।

আরও পড়ুন : চাবকে পিঠের ছাল তুলে নেব! শেষমেষ রঞ্জিত মল্লিককেও কপি করতে ছাড়লোনা শাহরুখ-অ্যাটলি

স্বস্তিকা জানান, ‘না, আমার ডিভোর্সটা এখনও হয়নি। তবে নিশ্চয় হবে। আমাদের বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা আছে।’ খোরপোষের কথা জিজ্ঞেস করা হলে নায়িকা জানান, ‘আমি সর্বোতভাবে চাই ডিভোর্সটা হোক। চাই এটা শেষ হোক, একটা নিষ্পত্তি ঘটুক, তবে এমন নয় এটা আমার জীবনকে কোনওভাবে প্রভাবিত করছে। তখন আমি প্রেগন্যান্ট ছিলাম, এখন আমার মেয়ে মাস্টার্স করতে চলে গেছে। যুদ্ধের অধিকাংশইটা আমি লড়ে ফেলেছি, জিতেওছি। চাই আমার চুলগুলো পেকে যাওয়ার আগে যাতে (ডিভোর্সটা) হয়ে যায়’।

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা অবস্থায় পার্টি, চলল দেদার খানাপিনা! শুভশ্রীর ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজনরা

97730345

এতদিনেও কেন ডিভোর্সের মামলা মিটলো না? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ‘কিছু আইনি জটিলতা রয়েছে, এক আইনজীবীর থেকে আরেক আইনজীবী… এটা সেটা চলছে। আমরা হয়ত মন দিয়ে একটু অ্যাগ্রেসিভলি এর পিছনে পড়ে থাকা উচিত। আমার মা অনেকটা সামলাতেন। সত্যি বলতে আমি এর পিছনে একটুও সময় দিতে পারি না। আমার সত্যি সময় নেই।…. ঠিক করেছি একমাস সময় নেব, তারপর মন দিয়ে এই ব্যাপারটা সামলাব।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর