বাংলাহান্ট ডেস্ক: এতদিন অভিনেতা অভিনেত্রীরা বাংলা ছবির পাশে দাঁড়ান বলে ট্রেন্ড শুরু করেছিলেন। কিন্তু এখন দেখা গেল সেই ট্রেন্ড বেশ একটু একচোখো। অন্তত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) মত তেমনটাই। তাঁর নতুন ছবি ‘শ্রীমতি’ হল পাচ্ছে না বেশি। নামী প্রযোজনা সংস্থার নিজেদের ছবি আসতেই সরিয়ে দেওয়া হচ্ছে শ্রীমতিকে, অভিযোগ স্বস্তিকার।
তাঁর সোশ্যাল মিডিয়া এখন শ্রীমতি ময়। ছবি নিয়ে একের পর পোস্ট করে চলেছেন তিনি। সম্প্রতি এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, যদি আগামী সপ্তাহে নন্দনে শ্রীমতি চলে তবে আরো একদিন যাবেন নিজের অনুরাগীদের জন্য। তবে স্বস্তিকা আশাবাদী যে আগামী সপ্তাহেও চলবে শ্রীমতি।
দিন কয়েক আগে তিনি অভিযোগ করেছিলেন, শ্রীমতিকে অনেক হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বদলে এসেছে কুলের আচার। শো টাইমিংও এমন সময়ের যখন কেউ দেখতে যেতে পারবে না ছবিটা। নতুন পরিচালক, প্রযোজকদের প্রতি টলিউডের এই এক চোখামির প্রতিবাদ করেছিলেন স্বস্তিকা। পালটা প্রত্যক্ষ এবং পরোক্ষে নিন্দাও শুনেছিলেন তিনি।
কিন্তু স্বস্তিকার সাম্প্রতিক পোস্ট বুঝিয়ে দিল, ওসব নিন্দা সমালোচনা তিনি গায়েও মাখেননি। বরং বলিউড তারকাদের ছবি প্রচার করার ধরণের উদাহরণ টেনে নিয়ে অভিনেত্রী বলেন, তাঁরা প্রচারের জন্য গোটা দেশ ঘোরেন। শাহরুখ খান বহুবার কলকাতায় এসে ছবির প্রচার করেছেন। এমনকি ভক্তদের অনুরোধে নেচেওছেন। আর স্বস্তিকা নিজের শহরের মধ্যে থেকে প্রচার করলেই দোষ?
স্বস্তিকার বক্তব্য, ‘এইটুকু জায়গাতেই তাও কিছু হলে আমরা এখনো যুদ্ধ করে টিকে আছি। সেখানে যাচ্ছি। তাতে সমস্যাটা কোথায়? সিনেমা দেখতে আসুন, আমার মুখ দেখতে আসুন, সেলফি তোলার লোভে আসুন, এলেই তো হল। জঘন্য একটা বই হলে দর্শকরা ছেড়ে দিত নাকি? বাংলা ছবির মাথায় ছাতা ধরতে বলছি না। আমি আমার নিজের মাথায় ছাতা ধরছি।’