ভারতের টি-২০ বিশ্বকাপ আয়োজন করা উচিৎ নয়, জানালেন কিংবদন্তি ক্রিকেটার

বাংলা হান্ট ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের দাপটে ভারতে থরহরি কম্পমান অবস্থা।এই মুহূর্তে করোনায় প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন দিনপ্রতি দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য হাহাকার। রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ। শ্মশানে পোড়া লাশের গন্ধ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, ভারতে কি টি-২০ বিশ্বকাপ আয়োজন করা উচিত? ইয়ান চ্যাপেল মনে করেন এমন মর্মান্তিক পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা থেকে পিছিয়ে আসা উচিৎ ভারতের।

Ian Chappell

অস্ট্রেলিয়ার কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন,‘ন্যুনতম একটু কাণ্ডজ্ঞান থাকলে এটা বোঝা যায়, যদি কোভিড পরিস্থিতির অবনতি না হতো তাহলে টি-২০ বিশ্বকাপ ভারতেই বসতো।পল কেটিং(অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী) একবার বলেছিলেন নিজের স্বার্থ সবসময় বুঝে নেবে। কারণটা খুব স্পষ্ট। সবাই জানেন এই ধরনের(টি-২০ বিশ্বকাপ)ব্যাপারে টাকার কত বড় ভূমিকা থাকে। এটা শুধু ক্রিকেট প্রশাসনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, টাকা আসলে কতটা আইন ভাঙতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ অলিম্পিক এখনও আয়োজন করার কথা ভাবা হচ্ছে।কিন্তু যুক্তি বলছে, ভারতে এই পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা উচিত নয়।‘ আইসিসি অবশ্য বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিশাহিরকে ভেবে রেখেছে।যদিও ভারত থেকে কাপ সরানো নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

করোনার কারণে ভারত দিশেহারা। এর মধ্যে এত আয়োজন করে আইপিএল অনুষ্ঠান নিয়ে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে বিদেশি অনেক ক্রিকেটার ভারত ছেড়ে দেশে ফিরে গিয়েছেন। আইপিএল কেন স্থগিত করা হচ্ছে না, মৃত্যুর মিছিলের মধ্যে ক্রিকেট-উৎসব কেন হচ্ছে, তা নিয়ে সমালোচনা হচ্ছে চারিদিকে।

 

 

Udayan Biswas

সম্পর্কিত খবর