দেড় বছর ধরে নেই কোনো কাজ, টাকার অভাবে অস্ত্রোপচারও করতে পারছেন না ‘শ্রীকৃষ্ণ’ সিরিয়ালের অভিনেতা
বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে নেই কোনো কাজ। সংসার চালানো তো দূর, জরুরি অস্ত্রোপচার করার মতোও টাকা অবশিষ্ট নেই অভিনেতা সুনীল নগরের (sunil nagar) কাছে। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছেন তিনি। শ্রীকৃষ্ণ ধারাবাহিকে ভীষ্ম পিতামহর ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও ওম নমহ শিবায়, মহাবলী হনুমান, কবুল হ্যায় এর মতো সিরিয়ালে … Read more